বাংলাহান্ট ডেস্ক: বিপদের সম্মুখীন অভিনেত্রী বিধায়ক জুন মালিয়ার (June Maliya) গাড়ি। মেদিনীপুরের উদ্দেশ্যে যাওয়ার সময়ে পথ দুর্ঘটনার মুখে পড়ে তাঁর গাড়িটি। হাওড়ার উলুবেড়িয়ায় ঘটেছে ঘটনাটি। দুর্ঘটনার জেরে ভালোই ক্ষতি হয়েছে জুনের গাড়ির। তবে ভাগ্যবশত এ যাত্রা রক্ষা পেয়ে গিয়েছেন বিধায়ক।
বুধবার সড়কপথে কলকাতা থেকে মেদিনীপুর যাচ্ছিলেন জুন। দুর্ঘটনা ঘটে উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপরে। জানা যাচ্ছে, আচমকাই জুনের গাড়ির সামনে একটি হনুমান চলে আসে। তড়িঘড়ি ব্রেক কষেন অভিনেত্রী বিধায়কের গাড়ির চালক। আচমকা সজোরে ব্রেক কষায় গাড়িটি ডিভাইডারে ধাক্কা খেয়ে উলটো লেনে চলে আসে।

তবে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটার হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে এ যাত্রা। জুনের গাড়ির সামনের দিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। তবে তাঁর কোনো শারীরিক আঘাত লাগেনি। দুর্ঘটনার পরেও আবার গাড়ি নিয়ে জুন মেদিনীপুরের দিকে রওনা হয়েছেন বলে খবর।
এর আগেও দুর্ঘটনার শিকার হয়েছেন জুন। পশ্চিম মেদিনীপুরে ছটপুজোর অনুষ্ঠান চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। নেমে আসে উপরে টাঙানো ছাউনি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী বিধায়কও। অতিথিরা তখনো ছিলেন মঞ্চেই। ছাউনির মধ্যেই আটকা পড়ে যান তাঁরা। যদিও ভাগ্যক্রমে তাঁরা সকলেই রক্ষা পেয়ে যান।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন জুন। যোগদানের পরেই ভোটে দাঁড়ানোর টিকিট পেয়ে গিয়েছিলেন তিনি দল থেকে। জিতেও যান। তবে বিধায়ক জুনকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ উঠেছে দলের অন্দরে।





Made in India