বাংলা হান্ট ডেস্ক: মুখ্যমন্ত্রীর, জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর কেটেছে হাসপাতালের অচলাবস্থা। জুনিয়র ডাক্তাররা সোমবারই প্রত্যাহার করেছেন কর্মবিরতি। বহু আন্দোলন বহু বিদ্রোহের পর এবার স্বাভাবিক অবস্থায় ফিরল হাসপাতালের পরিবেশ। মঙ্গলবার সকাল থেকেই আর পাঁচদিনের মতো মানুষজন ভিড় জমিয়েছেন আউটডোরের সামনে। জুনিয়র ডাক্তাররা যোগ দিয়েছেন চিকিত্সাকার্যে।
সকাল ৯টার আগেই খুলে দেওয়া হয় NRS হাসপাতালের আউটডোর। জুনিয়র ডাক্তাররা শুরু করে দিয়েছেন তাঁদের কাজ। স্বাভাবিক অবস্থায় ফিরছে সমস্ত পরিষেবা। SSKM, মেডিক্যাল কলেজ-সহ সব হাসপাতালে দেখা যাচ্ছে একই ছবি। আউটডোর খুলেছে কলকাতার পাশাপাশি জেলার হাসপাতালগুলিরও।

সাত দিনের অচলবস্থার পর স্বাভাবিক অবস্থায় ফিরছে হাসপাতালের পরিষেবা, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।





Made in India