বাংলা হান্ট ডেস্ক: NRS কান্ডের পর থেকে, ৬ দিন ধরে চলছে চিকিৎসক বিদ্রোহ। বৃহস্পতিবার SSKM-এ মুখ্যমন্ত্রীর মন্তব্যে যে তাঁরা ক্ষুব্ধ হয়েছেন একথাও পরিষ্কার। এরপরই শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী একটি বৈঠকের ডাক দেন, কিন্তু আন্দোলনকারীরা সেই ডাক ফিরিয়ে দিয়ে সাফ জানিয়েছেন বন্ধ ঘরে কোনও আলোচনাই করবে না তাঁরা।
শুক্রবার রাজ্যের পাঁচ প্রবীণ চিকিৎসক এগিয়ে এসেছেন পরিস্থিতি সামাল দিতে। এ দিন সন্ধ্যায় তাঁরা দীর্ঘ আলোচনায় বসেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। যদিও আসার কথা ছিল জুনিয়র ডাক্তারদের, কিন্তু তাঁরা আসেননি।

আজ, শনিবার বিকেলে ওই পাঁচ প্রবীণ চিকিৎসক ফের নবান্নে আসার অনুরোধ করেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। তবে সংশয় রয়েছে সেই ডাকেও শেষ পর্যন্ত সাড়া মিলবে কিনা তা নিয়ে। আন্দোলনকারীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা এখনও কোনও সিদ্ধান্ত নেননি নবান্নে বৈঠকের ব্যাপারে।





Made in India