বাংলা হান্ট ডেস্কঃ বালুর শরীর যে ভালো না সেকথা সকলেরই জানা। নানা রোগে জর্জরিত রেশন দুর্নীতিতে (Ration Scam) ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক (Jyotipriya Mallick)। ডায়াবেটিস, রক্তচাপ, সুগারের সমস্যাও রয়েছে তার। ইডি হেফাজতে নাকি তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বাঁ হাত ও বাঁ পায়ে প্যারালাইসিসে জায়গায় চলে যাচ্ছে। ঠিক এমনই বিস্ফোরক দাবি করলেন জ্যোতিপ্ৰিয় ওরফে বালু।
জ্যোতিপ্ৰিয়র স্বাস্থ্যপরীক্ষা, চিকিৎসা নিয়ে গতকালই বিবাদে জড়িয়েছে কমান্ড হাসপাতাল ও ইডি। নিম্ন আদালতের নির্দেশ মত একদিন অন্তর অন্তর স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে মন্ত্রীর। সেই মতো শুক্রবার সকাল ১১টা নাগাদ সিজিও থেকে বালুকে নিয়ে বেরোন ইডি আধিকারিকরা। আর সেই সময়ই মারাত্মক আশঙ্কা প্রকাশ করলেন জ্যোতিপ্ৰিয়।
গাড়িতে ওঠার সময় তিনি বলেন, ” আমার শরীরটা ভীষণ খারাপ। শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বাঁ হাত আর বাঁ পা-দুটোই প্যারালাইসিসের জায়গায় চলে যাচ্ছে। চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছি। ফের ১৩ তারিখে দেখা হবে ব্যাঙ্কশাল কোর্টে৷’
আরও পড়ুন: বদল করা সম্ভব ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বর? বিশেষজ্ঞ যা জানালেন শুনলে ‘থ’ হবেন

প্রসঙ্গত, রেশন দুর্নীতি কাণ্ডে ব্যবসায়ী বাকিবুর রহমানের গ্রেফতারির পর গত মাসে ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতারির পর তিনি বলেছিলেন, “আমি গভীর ষড়যন্ত্রের শিকার হলাম। শুধু এটুকুই বলে গেলাম। আমাকে শিকার করলেন তারা। ভারতীয় জনতা পার্টি খুব ভাল কাজ করেছে।”
তারপর গত ২৭ সেপ্টেম্বর তাকে আদালতে পেশ করা হলে সেখানেই অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। তড়িঘড়ি তাকে হাসপাতালে নেওয়া হয়। বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর বর্তমানে ইডি হেফাজতে দিন কাটছে মন্ত্রীর। সোমবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে জ্যোতিপ্রিয়কে ১৩ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।





Made in India