বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় গত বছর অক্টোবর মাসে গ্রেফর হন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক (Jyotipriya Mallick)। তারপর থেকে বহু মাস পেরিয়ে গেলেও এখনও জেলের চার দেওয়ালের মাঝেই দিন কাটছে তার। ওদিকে এই সময়ের মধ্যে একাধিকবার জামিনের আবেদন করেছেন জ্যোতিপ্ৰিয়। তবে কোনোবারই সুরাহা হয়নি। শনিবারও ইডির (Ed) বিশেষ আদালতে জামিনের আবেদন করলেন জ্যোতিপ্ৰিয় মল্লিক ওরফে বালু।
আগেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চেয়েছিলেন জ্যোতিপ্ৰিয়। এদিনও জ্যোতিপ্রিয়র আইনজীবীর তরফে আদালতে জানানো হয়, দিনদিন ওজন কমে যাচ্ছে তার মক্কেলের। বার বার শরীর খারাপ হচ্ছে। কিডনির সমস্যা হচ্ছে তার। এছাড়াও আরও একাধিক সমস্যা রয়েছে। এই জন্য বাইরে চিকিৎসা করানো প্রয়োজন।
আদালতের অসুস্থতার কারণ দেখিয়ে অন্তত ১ থেকে দেড় মাসের জন্য জামিনে মুক্ত হওয়ার কাতর আর্জি জানান জ্যোতিপ্ৰিয় মল্লিক। এদিকে অভিযুক্তর আবেদনের তীব্র বিরোধীতা করেন ইডির আইনজীবী। রেশন দুর্নীতি মামলায় এখনই ‘প্রভাবশালী’ বালুকে হেফাজত থেকে ছাড়তে নারাজ ইডি।
ইডির তরফে পাল্টা বলা হয়, ‘ইডি-র হাসপাতালে ওর চিকিৎসা হচ্ছে। বাইরে চিকিৎসার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।’ পাশাপাশি রেশন দুর্নীতির যোগ প্রসঙ্গ তুলে জ্যোতিপ্ৰিয়র জামিন-আর্জির বিরোধিতায় সওয়াল করে ইডি। সূত্রের খবর, জ্যোতিপ্ৰিয়র এই আর্জির সুনানি হতে পারে আগামী সপ্তাহে।

আরও পড়ুন: ভোটের মুখেই জোর ধাক্কা তৃণমূলে! সুদীপ গড়ে একসাথে দল ছাড়লেন শতাধিক কর্মী
প্রসঙ্গত, গ্রেফতারির প্রথম দিন থেকেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্ৰিয়। সুগার এবং প্রেশার জনিত সমস্যাও রয়েছে তার। ইডির হাতে গ্রেফতারির পরও চিকিৎসার জন্য বেশ কিছুদিন এসএসকেএম হাসপাতালে ছিলেন জ্যোতিপ্ৰিয়। এবার সেই চিকিৎসার জন্যই জামিনের কাতর আর্জি বালুর।





Made in India