বাংলা হান্ট ডেস্ক: মৃত্যু হলো জনপ্রিয় কে-পপ গায়িকা সুলির। দক্ষিণ কোরিয়ার সেওংনামের সুজেওং-গু-র বাড়িতে মৃত অবস্থায় পড়েছিলেন বলে মিরর পুলিশ জানিয়েছে। মানসিক অবসাদের জেরে মৃত্যু হয় সুলির। মৃত্যুকালে তিনি ২৫ বছর বয়সী ছিলেন। পুলিশ আধিকারিকরা সুলির মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত বলে জানিয়েছেন তবে এখন পর্যন্ত আরও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কী কারণে সুলির মৃত্যু হয়েছে, সে বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মানসিক অবসাদের জেরেই বোধ হয় তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুলিসের তরফে।
https://www.instagram.com/p/B3bPv7LBAp3/?utm_source=ig_web_copy_link
সুলির ম্যানেজার তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিন্তু যোগাযোগ না করতে পারায় তিনি তাঁর বাড়ি যান এবং গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। সুলি ১৯৯৪ সালের ২৯ শে মার্চ দক্ষিণ কোরিয়ার বুশানে চোই জিন-রি নামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একটি কে-পপ ব্যান্ড এফ (এক্স) এর সদস্য ছিলেন। তাঁর স্টেজ নাম ছিল সুলি।
মিডিয়া রিপোর্টে বলা হয় যে সুলি অনলাইনে তিক্ত কমেন্টস ও আপত্তিজনক ব্যবহার সামলাতে না পারায় স্পট লাইট থেকে বিরতি নেন ২০১৪ সালে। সুলির বিরতি এক বছরের জন্য স্থায়ী হওয়ার কথা থাকলেও ২০১৫ সালে তিনি এফ (এক্স) গ্রুপ ছেড়ে দেন, অভিনয়ে নিজের ক্যারিয়ার গড়ার জন্য।
https://www.instagram.com/p/B3hAd57BiBk/?utm_source=ig_web_copy_link
২০০৫ সালে টেলিভিশন ড্রামা ‘বাল্লাদ অফ সিওডং’ এর মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন। পরবর্তীকালে তিনি ফ্যাশন কিং (২০১৪) এবং রিয়েল (২০১৭) ছবিতেও কাজ করেছিলেন। সুলি ২০১২ সালে টেলিভিশন শো টু দ্য বিউটিফুল ইউ-তে তাঁর ভূমিকার জন্য নিউ স্টার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন।
মিরর পুলিশ জানিয়েছে যে সুলি একটি প্যানিক ডিসঅর্ডারের সঙ্গে লড়াই করছিলেন এবং সম্প্রতি একটি রিয়েলিটি শোতে এটি সম্পর্কে কথা বলেছেন। সুলি বলেছিলেন, “এমনকি কাছের লোকেরা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি তাদের দ্বারা আহত হয়েছি এবং অনুভব করেছি যে আমাকে বোঝে এমন কেউ নেই যে আমাকে ভেঙে দিয়েছিল” সুলি জানান।





Made in India