বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই শোনা গিয়েছিল দক্ষিণী সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি ও কাজল আগরওয়ালকে একসঙ্গে দেখা যেতে চলেছে বড়পর্দায়। সৌজন্যে ‘উপিরি‘-র পরিচালক সলোমনের আগামী ছবি। এবার গুঞ্জন শোনা যাচ্ছে এছাড়াও নতুন একটি ছবিতে অভিনয় করতে পারেন কাজল। রানা দগ্গুবতীর প্রযোজিত পর বর্তী ছবিতে পুলিশের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। ড্রাগ মাফিয়ার উপর ভিত্তি করে তৈরি হবে এই ছবি।
‘বাহুবলী‘ খ্যাত রানা দগ্গুবতীকে কোরিয়ান অ্যাকশন-থ্রিলার ছবির একনিষ্ঠ ভক্ত চলা বলে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন বেশ কয়েকটি ভিন্নধর্মী ছবির একটি সিরিজ তৈরি করবেন। যদিও পরিচালনার দায়িত্বে একজন নতুন পরিচালককে নেওয়া হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে অভিনেত্রীর জন্য দগ্গুবতীর খোঁজ এখনও চলছে।

প্রথমে তিনি দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে প্রস্তাব দেন পুলিশের চরিত্রে অভিনয় করার জন্য। কিন্তু তাঁর ব্যস্ততার জন্য তিনি এই ছবির জন্য সময় দিতে ব্যর্থ হন। এমনকি অপর একজন অভিনেত্রী কীর্তি সুরেশও ফিরিয়ে দেন রানাকে।
এরপরেই কাজলকে পুলিশের চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেন রানা দগ্গুবতী। জানা গিয়েছে কাজলও সম্মতি দিয়েছেন এই প্রস্তাবে। তামিল ও তেলুগু এই দুই ভাষায় তৈরি হতে চলেছে দগ্গুবতীর পরবর্তী ছবি। সবকিছু ঠিকঠাক চললে আগামী বছরেই শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং। সূত্রের খবর অনুযায়ী, বেশ বড় অঙ্কের বাজেটেই বানানো হবে এই অ্যাকশন ড্রামা। এর আগে ‘নেনে রাজু নেনে মন্ত্রী‘ নামে একটি রাজনীতি বিষয়ক ছবিতে একত্রে অভিনয় করেছিলেন কাজল ও দগ্গুবতী। বক্স অফিসে বেশ সাফল্যও পেয়েছিল ছবিটি।





Made in India