ভোটগণনার শুরুতেই তরতরিয়ে এগোচ্ছে তৃণমূল, কংগ্রেস-BJP’র ঝুলিতে কত ভোট? রইল সব তথ্য

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কালীগঞ্জে উপনির্বাচন (Kaliganj By Election)। গত শুক্রবার ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। সোমবার ফলপ্রকাশ। মোট বুথসংখ্যা ৩০৯। সকাল থেকেই শুরু হয়েছে গণনা। জানা যাচ্ছে, ২৩ রাউণ্ড গণনা হবে। ইতিমধ্যেই বেশ কয়েক রাউন্ডের গণনা শেষ হয়েছে। সেখানে দেখা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) আলিফা আহমেদ এগিয়ে আছেন।

কংগ্রেস নাকি বিজেপি, দ্বিতীয় স্থানে কে?- (Kaliganj By Election)

এদিন সকাল সকাল ভোটগণনার কাজ শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট ও এরপর ইভিএমের গণনা হবে বলে জানা যায়। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তাঁর দফতরের ধারণা, দুপুরের ১২:৩০-এর মধ্যে ফলাফল ঘোষণার কাজ সম্পন্ন হয়ে যাবে।

এদিন ব্যালটে প্রথম রাউন্ড গণনা শেষে এগিয়ে যান তৃণমূল (TMC) প্রার্থী আলিফা। তাঁর প্রাপ্ত ভোট ৪৪৪৫। দ্বিতীয় স্থানে রয়েছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ ও তিন নম্বরে রয়েছে বিজেপির আশিস ঘোষের নাম। এই দুই প্রার্থীর প্রাপ্ত ভোট যথাক্রমে ১৮৩০ ও ১১১২।

আরও পড়ুনঃ ফের খারাপ খবর? সরকারি কর্মীদের ২৫% DA নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার?

শেষ অবধি পাওয়া তথ্য অনুযায়ী, সপ্তম রাউন্ডের শেষে অনেকটা এগিয়ে গিয়েছেন জোড়াফুল প্রার্থী আলিফা (Alifa Ahmed)। তাঁর ঝুলিতে রয়েছে ৩২,৩০৮টি ভোট। দ্বিতীয় স্থানে থাকা বাম-কংগ্রেস ১৩,১৪৪ ও তৃতীয় স্থানে থাকা বিজেপি পেয়েছে ১১,৯৮৭টি ভোট।। এছাড়া ৬৩৯টি ভোট নোটায় পড়েছে।

Kaliganj By Election

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কালীগঞ্জ উপনির্বাচন শাসক, বিরোধী উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই ভোটে যে বাজিমাত করবে, সেই বিধায়কের কার্যকালের মেয়াদ খুব বেশি না হলেও তাঁর দলের মনোবল ও আত্মবিশ্বাস অনেকখানি বৃদ্ধি পাবে।

নদিয়ার এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল দাঁড় করিয়েছে প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে। বিজেপির তুরুপের তাস আশিস ঘোষ। অন্যদিকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হলেন কাবিলউদ্দিন শেখ। ভোটগণনার শুরুতে প্রাথমিকভাবে তৃণমূল প্রার্থী এগিয়ে থাকলেও এখনও অনেক রাউন্ড বাকি (Kaliganj By Election)। সেখানে কে কাকে টক্কর দিয়ে এগিয়ে যায় সেদিকে নজর থাকবে সকলের। তৃণমূল, বিজেপি নাকি বাম-কংগ্রেস জোট, শেষ হাসি কে হাসে সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।