বাংলাহান্ট ডেস্ক: কলিযুগ (kaliyug) ছবির জনপ্রিয় গান ‘তুঝে দেখ দেখ শোনা’ সকলেরই মনে আছে নিশ্চয়ই। ছবিতে কুণাল খেমু ও স্মাইলি সুরির (smiley suri) অভিনয় বেশ হিট হয়েছিল সিনেপ্রেমীদের মধ্যে। সেই স্মাইলিই এখন অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অনেক দূরে। বলিউডে কলিযুগ ছবির পর তেমন সফলতা পাননি তিনি। অবসাদের শিকারও হন স্মাইলি। এখন অভিনয় থেকে দূরে কি কাজ করছেন জানেন এই অভিনেত্রী?
বলিউডে সফলতা না পাওয়ায় বেশ ভেঙে পড়েছিলেন স্মাইলি। এমনকি ব্যক্তিগত জীবনেও সুখের মুখ দেখেননি তিনি। বিয়ের দু বছর পরেই বিচ্ছেদ হয়ে যায় স্বামীর সঙ্গে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তাঁর বাবা ও ঠাকুরমাও প্রয়াত হন সেই সময়। উপর্যুপরি ধাক্কায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন স্মাইলি।

এরপরেই নিজেকে কোনও কাজে ব্যস্ত করে তোলার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। শেখেন পোল ডান্স। এতে কষ্ট ভুলে থাকতে সাহায্য হয় তাঁর। এখন পোল ডান্সিংয়ের দুনিয়ায় বেশ পরিচিত নাম স্মাইলি সুরি। অভিনয় জগতে থাকার সময় স্মাইলির সঙ্গে এখনকার স্মাইলির মিল খুঁজতে গেলে হকচকিয়ে যাবেন। তখনকার ফিট অভিনেত্রীর সঙ্গে এখনকার পোল ডান্সারের অনেক অমিল। বেশ কিছুটা ওজনও বেড়েছে তাঁর।

১৯৮৩ তে মুম্বইতে জন্ম স্মাইলির। সম্পর্কে তিনি মহেশ ভাট ও মুকেশ ভাটের ভাইঝি। অর্থাৎ, আলিয়া, পূজা ভাট এবং ইমরান হাশমির তুতো বোন। স্মাইলির ভাই মোহিত সুরি প্রখ্যাত পরিচালক। ‘জহর’ ছবিতে তাঁর অ্যাসিস্ট্যান্ট হিসাবেও কাজ করেছেন স্মাইলি।
২০০৫ এ কলিযুগ ছবির হত ধরে বলিউডে পা রাখেন স্মাইলি। এটা মোহিত সুরিরও পরিচালক হিসাবে প্রথম ছবি। বক্স অফিসে ছবিটি ভাল ব্যবসা করলেও অভিনেত্রীর কেরিয়ারে তেমন প্রভাব পড়েনি। এরপর ক্রুক, ইয়ে মেরা ইন্ডিয়া সহ কয়েকটি ছবিতেও দেখা গিয়েছিল স্মাইলিকে।





Made in India