বাংলাহান্ট ডেস্ক: মর্মান্তিক খবর এল বিনোদন জগৎ থেকে। প্রয়াত অভিনেতা কমল হাসানের (Kamal Hassan) সহ অভিনেতা মোহন (Mohan)। গত ৩১ জুলাই মাদুরাইয়ের রাস্তায় উদ্ধার হয় তাঁর দেহ। কমল হাসানের সঙ্গে ‘আপ্পু রাজা’ ছবিতে কাজ করেছিলেন তিনি। অভিনেতার রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদুনিয়ায়।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ বলা যায় মোহনকে। ৮০-৯০ দশকের সিনেমায় কৌতুক চরিত্রে অভিনয়ের জন্য বিশেষ পরিচিতি ছিল তাঁর। দিন কয়েক আগে মাদুরাই এলাকায় রাস্তা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের তরফে দেহ অটোপ্সির জন্য মাদুরাই সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বলে খবর।

জানা যাচ্ছে, মারাত্মক আর্থিক অনটনে ভুগছিলেন মোহন। অনেকদিন ধরেই দারিদ্রতার সঙ্গে লড়াই করছিলেন তিনি। কাজ ছিল না তাঁর কাছে। দশ বছর আগে স্ত্রী গত হওয়ার পর থেকে নাকি ভিক্ষা করেই পেট চালাচ্ছিলেন এক সময়কার জনপ্রিয় অভিনেতা। শেষমেষ প্রচণ্ড অভাবই তাঁর এমন মর্মান্তিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় বলে মনে করা হচ্ছে।
ময়না তদন্তের পর মোহনের দেহ পাঠিয়ে দেওয়া হবে তাঁর পরিবারের কাছে। দুই ভাই ও পাঁচ বোনকে নিয়ে অভিনেতার পরিবার। তাঁর মৃত্যু সকলের জীবনেই নিয়ে এসেছে শোকের ছায়া। ১৯৮৯ সালে আপ্পু রাজা ছবিতে কমল হাসানের প্রিয় বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন মোহন। এরপরে আরো অনেকগুলো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। প্রতিটি চরিত্রেই নিজের অভিনয় দিয়ে সুবিচার করেছিলেন মোহন।
এমন গুণী একজন শিল্পীর এমন অন্তিম পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। কমল হাসানের মতো সুপারস্টারের সঙ্গে অভিনয় করেও শেষে না খেতে পেয়ে মরতে হল মোহনকে! মন ভারাক্রান্ত হয়ে রয়েছে সবার।





Made in India