বাংলাহান্ট ডেস্ক : মদন মিত্র! একজন ভারতীয় রাজনীতিবিদ ও বর্তমানে পশ্চিমবঙ্গের অভিনেতা।প্রথম দিকে তিনি ভারতীয় যুব কংগ্রেস দলের যুব শাখার অনেক পদে থাকলেও পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা প্রতিষ্ঠিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করে প্রতিমন্ত্রী হন।
কিন্তু এই সবই এখন অতীত। এবার রাজনীতি ও অভিনয় ছাড়িয়ে সরাসরি রাজ্য পুলিশের পুলিশ কমিশনারের পদে নিযুক্ত হলেন মদন মিত্র। উর্দি গায়ে পুলিশ কমিশনারের অবতারে ছবি পোস্ট করলেন মদন। সোশাল মিডিয়ায় মদনের এমন রূপ দেখে অনুরাগীদের মধ্যে দেখা দিল নানান প্রশ্ন।
আরোও পড়ুন : এবার চিনের নজর দার্জিলিংয়, বড় প্ল্যান বেজিংয়ের! লাভবান হবে বাংলা
আসলে ব্যাপারটা হল, শুক্রবার মুক্তি পেয়েছে যশ ও নুসরতের প্রযোজিত ছবি ‘মেন্টাল’। এই ছবিতেই পুলিশ কমিশনারের চরিত্রে দেখা গিয়েছে মদন মিত্রকে। আর সেই ছবির লুক ইনস্টাগ্রামে শেয়ার করলেন কামারহাটির হিরো । আর এই ছবি দেখেই তার অনুরাগীদের মধ্যে পড়ে গেছে হইচই। এক কথায় যাকে বলা যায় ‘ও লাভলী’।

‘সেন্টিমেন্টাল’ যশ -নুসরতের প্রযোজনা সংস্থার প্রথম ছবি। যশ-নুসরতের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘মেন্টাল’। মুখ্য ভূমিকায় দেখা গেছে যশ-নুসরতকে। যশকে এই ছবিতে এক পুলিশের ভূমিকায় দেখা যাবে। প্রযোজক-অভিনেতার ভাষায় বলতে হলে, “স্বভাবে নম্র হলেও মনের দিক থেকে অভিমানি। তবে শয়তানদের জন্য তিনি মেন্টাল।”





Made in India