বাংলাহান্ট ডেস্ক: ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’ এর জনপ্রিয় গান ‘টুম্পা’র (tumpa) তালে নেচে উঠেছে এখন সবাই। সকলের মুখে মুখে ঘুরছে এখন এই গান। বন্ধু বান্ধবদের আড্ডা থেকে বিয়ের বাসর রাতের আড্ডা সবেতেই সুপারহিট টুম্পা। এমনকি তারকাদেরও নাচতে দেখা গিয়েছে এই গানের সঙ্গে।
সেই তালিকায় নতুন সংযোজন অভিনেতা কাঞ্চন মল্লিক (kanchan mallick)। মেকআপ রুমে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে চুটিয়ে টুম্পা গানে নাচলেন তিনি। কাঞ্চন মল্লিকের অভিনয় তথা কৌতুক প্রেমের বিষয়ে নতুন করে কিছুই বলার নেই। তাই এই ভিডিঔ যে ভাইরাল হবেই তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। শ্রীময়ী নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই ভিডিও।

এর আগে রিসেপশনে টুম্পার তালে গানে চুটিয়ে নাচতে দেখা যায় অনির্বাণ ভট্টাচার্য্যকেকে। তাঁর সঙ্গী হয়েছিলেন পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। অনির্বাণের এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।
তারপর মেয়ের জন্মদিনের আগের সেলিব্রেশনে মেয়ের সঙ্গে টুম্পা গানে তুমুল নাচেন শ্রীলেখা। এদিন শ্রীলেখাকে দেখা গিয়েছিল একেবারে ‘কুল মম’ অবতারে। জিন্স, লাল টিশার্টে দিব্যি গানের তালে কোমর দোলান তিনি।
আপরদিকে টুম্পা গানের স্রষ্টারাই ফের এক নতুন ভাইরাল গান নিয়ে হাজির হয়েছেন। পুটকি ভাই নামে গানটি গেয়েছেন আরব দে ও ইন্দ্রনীল চ্যাটার্জি, লিখেছেন আরব দে ও সুর দিয়েছেন ইন্দ্রনীল চ্যাটার্জি। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অরিজিৎ সরকার।
রেস্ট ইন প্রেমের এই নতুন গানে নিষিদ্ধ মাদকের যথেচ্ছ ব্যবহার দর্শক কতটা গ্রহণ করবে তা সোশ্যাল মিডিয়াই বলবে। এর আগে টুম্পার জনপ্রিয়তা কোন চূড়ায় পৌঁছেছিল তা সকলেই জানে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষের মুখে মুখে ঘুরছে এই গান। পুটকি ভাই সেই জনপ্রিয়তা ছুঁতে পারবে কিনা তা সময়ই বলবে।
View this post on Instagram





Made in India