বাংলাহান্ট ডেস্ক : কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) বলিউডের (Bollywood) অন্যতম বিতর্কিত এক অভিনেত্রী। রাজনীতি থেকে স্টার কিডদের নিয়ে সমালোচনা, বিভিন্ন বিষয় তার মন্তব্য ভাইরাল হয়েছে সংবাদমাধ্যমে। যে বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করেন সেই বলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধেই তিনি তোপ দেগেছেন বহুবার। বলিউডের বিখ্যাত পরিচালক করন জোহর থেকে শুরু করে শাহরুখ খান, কঙ্গনার নিশানায় পড়েছেন অনেকেই।
হিমাচলের (Himachal Pradesh) এক গ্রামের মেয়ে কঙ্গনা আজ কোটিপতি। বলিউডে পা দেওয়ার সাথে সাথে সাফল্য এসেছে তার হাতের মুঠোয়। কিন্তু জানেন কি অভিনেত্রীর মা এখনো রোজ সকালে মাঠে গিয়ে করেন চাষবাসের কাজ। রবিবার টুইটারে একজন কঙ্গনার মা আশা রানাওয়াতের ছবি পোস্ট করেছিলেন। সেই ছবি পোস্ট করে তিনি লিখেন, “কোটিপতি হয়েও কঙ্গনার মা চাষ করছেন, সত্যি বিরল এমন সারল্য।”
এই পোষ্টের জবাবে অভিনেত্রী লেখেন, “দয়া করে মনে রাখবেন আমার জন্য কিন্তু আমার মা ধনী নন। যথেষ্ট সম্ভ্রান্ত আমার পরিবার। আমার পরিবারে কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব,কেউ আমলা, কেউ ব্যবসায়ী। আমার মা একটি সরকারি স্কুলের শিক্ষকতা করেছেন ২৫ বছর। আমার এই অ্যাটিটিউড কোথা থেকে আসে তা বোঝা উচিত ফিল্ম মাফিয়াদের। কেন আমি কাজ করি না নিম্নমানের ছবিতে। কোন অনুষ্ঠানে গিয়েও নাচ করি না।

মায়ের প্রশংসা করে এরপর একটি ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লেখেন, প্রতিদিন মাঠে তার মা ৭-৮ ঘন্টা কাজ করেন। এছাড়াও তার মা পছন্দ করেন না বাইরের খাওয়া, অপছন্দ বিদেশ যাত্রা, পছন্দ করেন না ছবির সেটে আসতেও। এমনকি তার মায়ের একদমই পছন্দ নয় মুম্বাই এর জীবনযাত্রা। এই কাজগুলো করতে বাধ্য করালে কঙ্গনা বকা খান মার কাছে।





Made in India