‘নিরীহ সন্ন‍্যাসীদের হত‍্যা বন্ধ না হলে ভুগতে হবে সকলকে’, মেরঠে সাধু হত‍্যা নিয়ে সরব কঙ্গনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: উত্তরপ্রদেশের মেরঠে (meerut) সাধু হত‍্যা নিয়ে গর্জে উঠলেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে এই ঘটনার প্রতিবাদ করে একটি টুইট করেন তিনি। অভিনেত্রী বলেন, এই নিরীহ সন্ন‍্যাসীদের হত‍্যা বন্ধ না হলে ভুগতে হবে সকলকে।
কঙ্গনা রানাওয়াতের অফিশিয়াল টুইটার হ‍্যান্ডেলে টুইট করে লেখা হয়, ‘গেরুয়া পরার জন‍্য আরও এক সন্ন‍্যাসীকে পিটিয়ে মারা হল। শান্তিপূর্ণ দেশের সব স্বপ্ন শেষ হয়ে যাবে এই সন্ন‍্যাসীদের অভিশাপে। এই নিরীহ আধ‍্যাত্ম সন্ধানীদের হত‍্যা বন্ধ না হলে সকলকে ভুগতে হবে।’


প্রসঙ্গত, মেরঠের সাধু কান্তি প্রসাদকে আনাস কুরেশি ও তার কয়েকজন সঙ্গী সাথী মিলে পিটিয়ে মারে কারন তাদের সাধুর পরিহিত গেরুয়া বসনটি পছন্দ হয়নি। এমনটাই অভিযোগ উঠেছে। কান্তি প্রসাদ মেরঠের ভাবনপুরের আবদুল্লা বাজারের একটি শিবমন্দিরের পুরোহিত ছিলেন।
আনাস ও তাঁর সঙ্গী সাথীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে গেলে ফের তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই ওই সাধুকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই মৃত‍্যু হয় তার। এরপর ওই সাধুর মৃতদেহ নিয়ে রাস্তায় বিক্ষোভ শুরু করে বিক্ষুব্ধ জনতা। শেষমেষ পুলিস আনাসকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে।

https://twitter.com/KanganaTeam/status/1283607164670455808?s=20

প্রসঙ্গত, এর আগেও মহারাষ্ট্রের পালঘরে সাধু হত‍্যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। শুধু তাই নয়, বলিউডের বেশ কয়েকজন তারকার উদ্দেশেও তোপ দাগেন তিনি এই বিষয়ে নীরব থাকার জন‍্য।
ইন্ডাস্ট্রিতে ‘ঠোঁটকাটা’ বলেই বেশি পরিচিত কঙ্গনা। উপযুক্ত কথাটা বলতে কখনওই ভয় পেয়ে পিছিয়ে আসেন না তিনি। এর জন‍্য বিতর্কের মুখেও কম পড়তে হয়নি তাঁকে। রাজনৈতিক বিষয়েও নিজের মতামতটাও দৃঢ়ভাবে ব‍্যক্ত করেন কঙ্গনা।