বাংলাহান্ট ডেস্ক: দ্রুত মন পরিবর্তন হয় কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat)। কখন যে তিনি কার প্রতি সদয় হন আর কার প্রতি রুষ্ট হন তা খোদ ‘কুইন’ই জানেন। দু বছর আগে ‘ছপাক’ ছবিতে দীপিকা পাডুকোনের (deepika padukone) অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন কঙ্গনা। ছবির বিষয়বস্তু নিয়েও ঢালাও প্রশংসা করেছিলেন। তারপরেই আবার জেএনইউ বিতর্কে দীপিকা অংশ নেওয়াতে তুলোধনা করেছিলেন কঙ্গনাই।
এবার আবার দীপিকার ব্যাপারেই প্রশ্নের সম্মুখীন হলেন বলিউডের ‘পাঙ্গা গার্ল’। আর তাতেই তাঁর ক্ষোভ গিয়ে পড়ল প্রশ্নকর্তা সাংবাদিকের উপরে। সম্প্রতি একতা কাপুরের অল্ট বালাজি প্ল্যাটফর্মের নতুন রিয়েলিটি শোয়ের লঞ্চ অনুষ্ঠানে এসেছিলেন কঙ্গনা। এই প্রথম কোনো রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করতে চলেছেন তিনি।

সেই অনুষ্ঠানেরই সাংবাদিক বৈঠকে দীপিকার সাম্প্রতিক বিতর্ক নিয়ে কঙ্গনাকে প্রশ্ন করে বসেন এক সাংবাদিক। জানিয়ে রাখি, দিন কয়েক আগে ‘গহরাইয়া’ ছবির প্রচারে একটি খোলামেলা কমলা রঙের পোশাক পরে ট্রোলের মুখে পড়েছিলেন দীপিকা। এক নামী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও কটাক্ষ শানিয়েছিলেন অভিনেত্রী। দীপ্পি পালটা তোপ দাগলে বিতর্ক শুরু হয়।
কঙ্গনাকে সেই প্রসঙ্গেই মতামত রাখার কথা জিজ্ঞাসা করা হলে ক্ষেপে যান তিনি। সঙ্গে সঙ্গে সাংবাদিককে তীব্র ভর্ৎসনা করে কুইন অভিনেত্রী বলে ওঠেন, “দেখুন, আমি এখানে তাদের রক্ষা করতে এসেছি যারা নিজেরা নিজেদের রক্ষা করতে পারে না। উনি (দীপিকা) নিজেকে রক্ষা করতে পারেন। ওঁর সেই সুবিধা, মঞ্চ সবই আছে। আর আমি এখানে ওঁর ছবি প্রচার করতে আসিনি। চুপচাপ বসুন।”
কঙ্গনা আরো দাবি করেন, ওই সাংবাদিককে গহরাইয়ার পি আর টিমের পক্ষ থেকেই পাঠানো হয়েছে নির্ঘাত। কারণ ওই সাংবাদিক বারবার দীপিকার আসন্ন ছবির নাম নিচ্ছিলেন। কঙ্গনা স্পষ্ট জানান, তিনি এতটাও ‘বোকা’ নন। নিজের শোয়ের লঞ্চ অনুষ্ঠানে অন্য কারোর ছবির প্রচার তিনি করবেন না।

সম্প্রতি অল্ট বালাজি প্ল্যাটফর্মের তরফে রিয়েলিটি শোয়ের ঘোষনা সারা হয় সোশ্যাল মিডিয়ায়। লেখা হয়, ‘সবথেকে বড় ও সবথেকে দুঃসাহসিক রিয়েলিটি শোয়ের ঘোষনা করতে চলেছেন একতা আর কাপুর।’ এরপরেই নিজের ইনস্টা স্টোরিতে একতাকে শুভেচ্ছা জানিয়ে কঙ্গনা লেখেন, এই প্রথম কোনো শোয়ের সঞ্চালনা করতে চলেছেন তিনি। কিন্তু পরক্ষণেই পোস্টটি মুছে ফেলেছিলেন কঙ্গনা। ভুল করেই আনুষ্ঠানিক প্রচারের আগে খবর ফাঁস করে দেওয়াতেই সম্ভবত পোস্ট মুছেছিলেন তিনি।





Made in India