বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক মাস ধরে আর্থিক সমস্যায় জেরবার ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান (Pakistan)। বৈদেশিক মুদ্রার ঘাটতির ফলে দেশের অর্থনীতি তলানিতে এসে পৌঁছেছে। মাত্রারিক্ত ঋণ পাকিস্তানের অর্থনীতিকে (Economy) আরো ভঙ্গুর করে দিয়েছে। এমন অবস্থায় নতুন করে বিদ্যুৎ সংকট (Power crisis) দেখা দিয়েছে পাকিস্তানে। একটি রিপোর্ট থেকে জানা গেছে, পাকিস্তানের শহর করাচি প্রবল ভাবে বিদ্যুৎ ঘাটতির সম্মুখীন।
করাচির চল্লিশ শতাংশ এলাকা ডুবেছে অন্ধকারে। জানা গিয়েছে একাধিক হাইটেনশন লাইনে বিচ্যুতির ফলে এই ঘটনা ঘটেছে। নুমাইশ চৌরঙ্গী, সদর, লাইনস এরিয়া, ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচ), পাঞ্জাব কলোনি, গুলিস্তান-ই-জওহর, কোরাঙ্গি এলাকায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়। পাকিস্তানে এর আগে বহুবার বিদ্যুৎ বিপর্যয় দেখা গিয়েছে। পাকিস্তানে ব্যাপকভাবে বিদ্যুৎ সংকট দেখা যায় গত জানুয়ারি মাসে।
সেই ঘটনার দু’ মাসের মধ্যে ফের নতুন করে বিদ্যুৎ বিপর্যয় ঘটল করাচিতে। সূত্রের খবর, গ্রিড ফ্রিকোয়েন্সির ওঠানামার জন্য বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে পাকিস্তানে। এর ফলে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে পাকিস্তানের বিদ্যুৎ পরিষেবা। এর কারণে অন্ধকারে ডুবে গিয়েছে করাচির চল্লিশ শতাংশ এলাকা। অন্যদিকে, দিন দিন খারাপ হচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাও।

আর্থিক অবস্থা ফিরিয়ে আনার জন্য ঋণ চেয়ে পাকিস্তান শরণাপন্ন হয়েছে আইএমএফের।
আইএমএফের তরফ থেকে পাকিস্তানকে যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্তেও কোনো কাজ হচ্ছে না বলে খবর। একটি রিপোর্ট দাবি করা হচ্ছে, বর্তমানে যা অবস্থা তাতে আইএমএফের থেকেও চীন বেশি করে কাজে আসতে পারে পাকিস্তানের। সেই দিক খতিয়ে দেখে পাকিস্তানের প্রশাসন চীনের কাছ থেকে আর্থিক সাহায্য আদায় করার চেষ্টা করছে।





Made in India