বাংলাহান্ট ডেস্ক: কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে মামলা দায়ের হল জনপ্রিয় অভিনেতা করণবীর বোহরার (Karanvir Bohra) বিরুদ্ধে। এক মহিলার সঙ্গে ১.৯৯ কোটি টাকার আর্থিক প্রতারণা করার অভিযোগে করণবীর সহ আরো পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ওশিওয়ারা পুলিস স্টেশন।
বড়সড় বিতর্কে জড়িয়েছেন করণবীর। ২.৫ % হার সুদে পুরো টাকা ফেরত দেবেন বলে বছর ৪০ এর এক মহিলাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন করণবীর সহ আরো পাঁচজন। মোট ১.৯৯ কোটি টাকা তাঁরা নিয়েছিলেন বলে অভিযোগ। তার মধ্যে মাত্র ১ কোটি ফেরত পেয়েছেন বলে দাবি করেছেন প্রতারিত মহিলা।

ওই মহিলা আরো দাবি করেন, বাকি টাকাটা ফেরত চাইলে নাকি ঠিক ভাবে কোনো উত্তরই দেননি করণবীর। উপরন্তু তিনি ও তাঁর স্ত্রী মিলে তাঁকে গুলি করে মারার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা। তদন্ত শুরু করেছে পুলিস। করণবীরের বয়ানও রেকর্ড করা হবে বলে জানানো হয়েছে।
হিন্দি টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ করণবীর বোহরা। তাঁর আসল নাম মনোজ বোহরা। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তিনি আরো একটি কারণে পরিচিত। এখনো পর্যন্ত প্রায় দশটি রিয়েলিটি শোতে অংশ গ্রহণ করেছেন করণবীর, কিন্তু একটিতেও জয়ের মুখ দেখতে পারেননি তিনি।
ঝলক দিখলা যা, নাচ বলিয়ে, খতরো কে খিলাড়ি, বিগ বস এবং সম্প্রতি লক আপেও অংশ নিতে দেখা গিয়েছিল করণবীরকে। শুরুতেই সঞ্চালিকা কঙ্গনা রানাওয়াত তাঁকে ‘হেরো’ বলে কটাক্ষ করেছিলেন। বিগ বস ও লক আপ দুই শো তেই অংশ নেওয়ায় দুই সঞ্চালকের মধ্যে পার্থক্য নিয়েও মুখ খুলেছিলেন করণবীর।
তিনি বলেছিলেন, কঙ্গনা সরাসরি কারোর দোষের কথা বলেননি শো তে। বরং তিনি নিজেকে শুধরে উন্নতি করার কথা বলেছেন। অন্যদিকে সলমন হলেন বড় দাদার মতো। ভুলটা চোখের সামনে ধরিয়ে দেন তিনি।





Made in India