বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অতি সম্প্রতি দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। রবিবার, ২১শে ফেব্রুয়ারির সকালেই নবাব পরিবারে এসেছে দ্বিতীয় রাজপুত্র। বড় দাদা তৈমুর (taimur) সহ সকলেই খুশি পরিবারে নতুন সদস্যকে পেয়ে।
শুক্রবার থেকেই নবজাতকের জন্য উপহার খেলনা আসতে শুরু করে করিনা সইফের নতুন বাড়িতে। অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন বেবোকে। দ্বিতীয় সন্তানের কি নাম রাখতে চলেছেন বাবা মা? এই প্রশ্ন নিয়েই উৎসুক সকলে। কিন্তু করিনা ও সইফের সাফ কথা, তৈমুরের বেলায় যে ভুল তাঁরা করেছেন তা আর দ্বিতীয় বার করতে রাজি নন।

ডেলিভারির আগে নেহা ধুপিয়ার একটি টক শো তে এসে এমনটাই জানিয়েছিলেন বেবো। তৈমুরের নাম নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে ও সইফকে। তাই সেই ভুল তাঁরা আর করবেন না বলেই জানান। কিছুদিন সময় যাক তারপর তাঁরা চিন্তা করবেন কি নাম রাখবেন।
রবিবার করিনাকে দেখতে হাসপাতালে উপস্থিত হন রণধীর, ববিতা কাপুর ও করিশ্মা কাপুর। সাংবাদিকদের অভিনেতা বলেন, “ভাইকে দেখে অত্যন্ত উচ্ছ্বসিত তৈমুর। এবার সে ভাইয়ের সঙ্গে খেলতে পারবে। সইফ ও খুব খুশি। আর করিনা তো আমার মেয়ে, ওকে প্রাণভরে আশীর্বাদ করতে পারি।”
মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দেন বেবো। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতালে ভর্তি হয়েছিলেন শনিবার বিকেলেই। জানা গিয়েছে সি সেকশন ডেলিভারি হয়েছে করিনার। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন বলে খবর।
প্রেস বিবৃতিতে সইফ বলেন, “আমাদের পুত্র সন্তান হয়েছে। মা ও সন্তান দুজনে সুস্থ ও ভাল আছে। আমাদের শুভাকাঙ্খীদের ভালবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ।” তৈমুরকে সঙ্গে করেই নিয়ে এসেছিলেন তিনি।
ডেলিভারির আগে আগেই নিজেদের নতুন বাড়িতে চলে যান করিনা ও সইফ। সেখানে রয়েছে লাইব্রেরি, সুইমিং পুল, নবজাতকের জন্য বিশেষ নার্সারি। এরই মধ্যে নবজাতকের জন্য উপহার ও খেলনা আসতে দেখা যায় করিনার নতুন বাড়িতে। সেসবের জন্য ধন্যবাদও জানান বেবো।





Made in India