বাংলাহান্ট ডেস্ক: সুশান্তকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্যের জন্য নেটিজেনের ক্ষোভ গিয়ে পড়ে করিনা কাপুর খান (kareena kapoor khan), সোনম কাপুর, আলিয়া ভাটদের ওপর। অভিনেতার মৃত্যুর পর এক মাস অতিবাহিত হয়ে গেলেও ক্ষোভের আগুন এখনও স্তিমিত হয়নি। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral) হয়েছে করিনার একটি পুরনো ভিডিও (video) যার জন্য তুমুল ট্রোল হতে হচ্ছে বেবোকে।
ভিডিওর শুরুতে সুশান্তকে দেখা যায় তাঁর টেলিস্কোপ সম্পর্কে কথা বলতে। এই শক্তিশালী টেলিস্কোপ দিয়ে মহাকাশের গ্রহ, নক্ষত্র দেখা তাঁর অন্যতম প্রিয় কাজের মধ্যে একটি ছিল। এরপরেই করিনার একটি পুরনো ইভেন্টের ঝলক দেখা যায়। ইভেন্টে এক সাংবাদিক অভিনেত্রীকে সেই সময় ভারতের মহাকাশে পাঠানো মঙ্গলযান সম্পর্কে প্রশ্ন করেন।

প্রথমে সাংবাদিকের হিন্দিতে করা প্রশ্ন বুঝতেই পারেন না করিনা। তিনি পাল্টা বলেন, ইংরেজিতে প্রশ্ন করতে। সাংবাদিক একই প্রশ্ন ইংরেজিতে অনুবাদ করে দিলে কিছুক্ষণ ইতস্তত করে করিনা উত্তর দেন, “ভারত মহাকাশে মঙ্গলযান পাঠিয়েছে এটা খুবই গর্বের বিষয়। আমিও মহাকাশে যেতে চাই। আমাকেও সঙ্গে নিয়ে চলুন।”
বেবোর এই পুরনো ভিডিওটি ফের একবার ভাইরাল হতেই তুমুল ট্রোলের মুখে পড়েছেন তিনি। সুশান্ত ও করিনার ভিডিও দুটি তুলনা করে অভিনেত্রীর বুদ্ধি নিয়েও কটাক্ষ করছে নেটিজেনরা। এত গুরুত্বপূর্ণ একটি বিষয় না জেনে কিকরে তিনি এমন অদ্ভূত উত্তর দিতে পারেন সেই নিয়েও প্রশ্ন তুলছে নেটজনতা।
https://twitter.com/desimojito/status/1286286913888899072?s=19
প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পরপরই করিনার একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয় যেখানে তাঁকে বলা হয় সারা আলি খানকে ডেটিংয়ের পরামর্শ দিতে। অভিনেত্রী মুখ বিকৃত করে উত্তর দেন, প্রথম ছবির নায়ককে কখনওই ডেট না করতে। উল্লেখ্য, সারার ডেবিউ ছবির নায়ক ছিলেন সুশান্ত। এরপরেই নেটিজেনের তীব্র ক্ষোভের মুখে পড়েন করিনা।
 
			 





 Made in India
 Made in India