বাংলাহান্ট ডেস্ক: আবারো নেটনাগরিকদের চটালেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। পাপারাৎজির সঙ্গে অভদ্র আচরণ করার অভিযোগে বেবোর উপরে চোটপাট দেখালেন নেটিজেনদের একাংশ। এমনকি সোশ্যাল মিডিয়ায় বলিউড তারকাদের অভব্য আচরণ নিয়ে সরব হয়েছেন অনেকে।
ঘটনাটা খোলসা করেই বলা যাক। সম্প্রতি প্রিয় বান্ধবী মালাইকা অরোরার বাড়িতে গিয়েছিলেন করিনা। দুদিন আগেই দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন মাল্লা। তাঁর গাড়ি পড়েছিল দুর্ঘটনার মুখে। হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল অভিনেত্রীকে। অবশ্য রবিবারই ছাড়া পেয়ে বাড়ি ফিরে এসেছেন তিনি।

তাই মালাইকার খোঁজ নিতে তাঁর বাড়ি গিয়েছিলেন করিনা। আর সেখানে গিয়েই বিপত্তি। মাল্লার বাড়ির বাইরেই অপেক্ষারত ছিল পাপারাৎজি। করিনা বেরোতেই তাঁর ছবি তোলার জন্য ঝাঁপিয়ে পড়ে সকলে। এই ডামাডোলের মাঝে একজন ক্যামেরাম্যানকে এসে ধাক্কা মারে অভিনেত্রীর গাড়ি।
গুরুতর চোট লাগে তাঁর পায়ে। চিৎকার করে ওঠেন ওই ক্যামেরাম্যান। অন্যরা সকলে তাঁকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়লেও মুখে একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে থাকেন করিনা। তিনি বলে ওঠেন, “একটু সামলে ভাই!” তারপরেই তাঁকে চিৎকার করে বলতে শোনা যায়, “আরে পিছিয়ে যা ভাই!”
https://www.instagram.com/reel/Cb7inlCKcdS/?utm_medium=copy_link
ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। করিনার হাবভাব দেখে রেগে আগুন নেটিজেনরা। এই তথাকথিত তারকাদের যে কেন এত গুরুত্ব দেয় পাপারাৎজি সেটাই বুঝে উঠতে পারছেন না অনেকে। কয়েকজন লিখেছেন, ‘এদের দম্ভ অনেক দেখেছি। আর কোনো আগ্রহ নেই।’ আরেকজন লিখেছেন, ‘একবার জিজ্ঞাসা তো করতে পারতেন বেশি আঘাত লেগেছে কিনা। এতে তো ছোট হয়ে যাবেন না উনি।’



কয়েকজন আবার বুঝিয়ে বলেছেন, আহত ক্যামেরাম্যানকে নয়। বরং নিজের গাড়ির চালককে গাড়িটি পিছোতে বলেছেন করিনা। কারণ তাঁর গাড়ির জন্যই আঘাত লেগেছিল ওই ক্যামেরাম্যানের। তবুও একবার আহত ব্যক্তার ভালমন্দ না জিজ্ঞাসা করায় করিনার উপরে ক্ষিপ্ত নেটনাগরিকরা।





Made in India