বাংলা হান্ট ডেস্কঃ আগাগোড়াই সংবাদে থাকা তৈমুর (Taimur Ali Khan Pataudi) আবারও শিরোনামে উঠে এলো। এবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) তৈমুরের ব্যাট হাতে ছবি পোস্ট করে তাকে IPL এ খেলার সুযোগ করে দেওয়া যায় নাকি, সেটা নিয়ে প্রশ্ন করলেন করিনা কাপুর। সম্প্রতি করিনা (Kareena Kapoor) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তৈমুরের একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তৈমুরকে ব্যাট হাতে দেখা যাচ্ছে।
https://www.instagram.com/p/CGSN7GOJvsx/?utm_source=ig_embed
করিনা তৈমুরের ওই ছবি পোস্ট করে ক্যাপশন দেন, IPL-এ তৈমুরের কোনও জায়গা হবে কি? তৈমুর কি খেলতে পারবে ক্রিকেট? করিনা কাপুর তৈমুরের ছবি পোস্ট করার পর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়ে যায়। একের পর এক সেলেবরা ওনার ওই পোস্টে কমেন্ট করে নিজেদের মন্তব্য পেশ করেন। এখন গোটা ভারত IPL এর জ্বরে কাবু। আর এরমধ্যে তৈমুরের ব্যাট হাতে নেওয়া ছবি যে সোশ্যাল মিডিয়া কাঁপানোর জন্য যথেষ্ট, সেটাই বলাই বাহুল্য।
জন্মের পর থেকেই সেলিব্রেটি তৈমুর। তবে তাঁর নামকরণ নিয়ে একদা বয়ে গিয়েছিল সমালোচনার ঝড়। তবুও কোনওকিছুর পরোয়া না করে সইফ আর করিনা তৈমুরের নাম আর পরিবর্তন করেনি। এরপর থেকেই বারবার তৈমুরকে নিয়ে ভাইরাল হয়েছে একের পর এক খবর। সইফ করিনা যতই তৈমুরকে লুকিয়ে রাখার চেষ্টা করুক না কেনও, পাপারাতজিদের নজর এড়ানো যায়নি।
দেশ, বিদেশ, স্কুল এমনকি যেখানে তৈমুর ছুটি কাটাতে গিয়েছে সেখানেই পাপারাতজিরা পৌঁছে গিয়েছে তাঁর ছবি তোলার জন্য। তবে, তৈমুরের সম্প্রতি যেই ছবি ভাইরাল ভাইরাল হচ্ছে, সেটি পাপারতজিদের ক্যামেরায় ধরা পরেনি। স্বয়ং করিনা কাপুরই সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।





Made in India