বাংলাহান্ট ডেস্ক: লকডাউনের মধ্যেই সুখবরটা দিয়েছিলেন করিনা কাপুর খান (kareena kapoor khan) ও সইফ আলি খান। আসতে চলেছে তৈমুরের খেলার সাথী। দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন বেবো। আর চলতি মাসেই নাকি আসবে সেই সুখবর। তাই এই সময়টা নিজেকে সময় দিচ্ছেন করিনা।
তৈমুরের মতো এবারেও গর্ভাবস্থায় (pregnancy) কাজ করা বন্ধ করেননি করিনা। শুটিং (shooting) সেরেছেন আমির খানের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র। পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি ছোটখাটো বিজ্ঞাপনী শুটেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। এবার ডেলিভারির আগে শেষ শুট করলেন করিনা।

এই মুহূর্তে গর্ভাবস্থার নয় মাস চলছে বেবোর। তা সত্ত্বেও দিব্যি বেবি বাম্প নিয়েই একের পর এক শুটিং করে চলেছেন তিনি। কিছুদিন আগেই একটি জনপ্রিয় স্পোর্টস ওয়্যারের হয়ে বিজ্ঞাপনী ফটোশুট সারেন করিনা। এবার প্রেগনেন্সির সময়ের শেষ শুট হিসাবে ‘ধর্মা ২.০’র জন্য একটি শুট করেন তিনি। ডেলিভারির আগে এটাই শেষ শুট করিনার।
সম্প্রতি সইফ জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ডেলিভারি হবে করিনার। এখন তাঁরা দুজনেই খুব শান্ত ও খুশি মনে রয়েছেন। গত কয়েক মাস এমনি চিন্তা ও ভয়ের মধ্যে কেটেছে যে এখনো কিছুটা ভয় পেয়েই রয়েছেন সইফ। তবে বাড়িতে ছোট্ট বাচ্চাদের দৌড়ানোর কথা ভেবেই তাঁর মন আনন্দে ভরে উঠছে।
https://www.instagram.com/p/CK3UqDhpXZ1/?igshid=5c5cgiate1v2
এবার সইফ ও করিনার দ্বিতীয় সন্তানকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেন জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি। তারকা দম্পতির ‘ফেস রিডিং’ করে তিনি জানিয়েছেন এবার কন্যাসন্তানের মা হতে চলেছেন করিনা। জ্যোতিষীর এই ভবিষ্যদ্বাণী নিয়ে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়েছে নেটদুনিয়ায়।





Made in India