বাংলাহান্ট ডেস্ক: চার বছর আগে করিনা কাপুর খান (kareena kapoor khan) প্রথম বার মা হন। ২০১৬ সালে সইফ আলি খান ও করিনার সংসারে আসে তাঁদের প্রথম সন্তান তৈমুর আলি খান (taimur ali khan)। ছেলের নাম ঘোষনা করার পরেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল ও সমালোচনার মুখে পড়েন করিনা ও সইফ। ছেলের জন্য এমন একটি নাম কিকরে রাখলেন তাঁরা, উঠতে থাকে প্রশ্ন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ট্রোলিংয়ের বিষয়ে মুখ খোলেন করিনা। তিনি আরো জানান, তাঁর ডেলিভারির পরপরই এক বিখ্যাত তারকা এসে তাঁর কাছে কৈফিয়ত চান তৈমুরের নাম নিয়ে। তাঁর কথা শুনে তিনি কেঁদেও ফেলেছিলেন বলে জানান করিনা।

সাক্ষাৎকারে করিনা বলেন, “উনি আমাকে ও আমার সন্তানকে হাসপাতালে দেখতে এসেছিলেন। তারপরেই উনি সোজা আমার কাছে এসে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘তোমার কি হয়েছে? নিজের ছেলের নাম তৈমুর রেখেছো কেন?’ ডেলিভারির পরে আট ঘন্টাও কাটেনি। ওঁর কথা শুনে আমি কেঁদে ফেলি। ওঁকে চলে যেতে বলা হয়। তখন থেকেই আমি স্থির করে নিই কোনো ট্রোল সমালোচনাকে আর পাত্তা দেব না। ও আমার ছেলে। ও ভাল থাকলে আমরা ভাল থাকলেই হলো।”
এই মুহূর্তে দ্বিতীয় সন্তানের জন্য নিজেকে প্রস্তুত করছেন করিনা। দ্বিতীয় সন্তানের নাম কিছু ঠিক করেছেন কিনা জানতে চাওয়া হয়েছিল করিনা ও সইফের কাছে। কিন্তু তাঁরা সাফ জানান, তৈমুরের নাম নিয়ে যে কাণ্ড হয়েছিল তারপর আর দ্বিতীয় সন্তানের নাম নিয়ে তাঁরা এখনো কিছু ভাবেননি।
প্রসঙ্গত, আগামী বছরের শুরুতেই দ্বিতীয় সন্তান আসতে চলেছে করিনার কোলে। তার আগে ফের বেবি বাম্প দেখিয়ে ছবি শেয়ার করলেন বলিউডের বেগম সাহেবা। একটি জনপ্রিয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ডের হয়ে ফটোশুটের সময় বেবিবাম্প দেখিয়ে একটি সেলফি তোলেন করিনা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল।





Made in India