বাংলাহান্ট ডেস্ক: ছেলেরা নাকি একটু মা ঘেঁষা হয়। কিন্তু করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) ক্ষেত্রে তা হয়েছে উলটো। তাঁর বড় ছেলে তৈমুর আলি খান (Taimur Ali Khan) হাবেভাবে স্বভাবে একেবারে বাবা সইফ আলি খানের (Saif Ali Khan) মতো। যেন সইফেরই ক্ষুদে সংষ্করণ হয়েছে তৈমুর। আর এই ব্যাপারটাই একেবারে না পসন্দ করিনার।
স্বামী সইফ এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে ভরা সংসার অভিনেত্রীর। বড়টি পাঁচে পড়েছে আর ছোটজনের বয়স দেড় বছর। দুই ছেলের দুষ্টুমিতে অতিষ্ঠ হওয়ার জোগাড় করিনার। একবার তো দুই ছেলেকে ‘রাক্ষস’ই বলে বসেছিলেন তিনি। ছোট ছেলে যাও বা একটু নিজের মতো হয়েছে, তৈমুর পুরো সইফের স্বভাবই পেয়েছে।

সম্প্রতি তৈমুরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন করিনা। নিজের প্রথম ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন তিনি সদ্য। কালিম্পংয়ে চলছিল শুটিং। শেষ দিনে সেটে আসে তৈমুর। ছেলেকে কাছে পেয়ে আর শুটিং শেষ হওয়ার আনন্দে সেলফি তোলার লোভ সামলাতে পারেননি করিনা।
কিন্তু অভিনেত্রীর সাধের ছবি বিগড়ে দিয়েছে তৈমুর। ছেলেকে কোলে নিয়ে সবে ফোনের ক্যামেরাটা খুলেছিলেন করিনা। ব্যস, ছবি উঠছে দেখেই মুখের উপরে টুপি টেনে দিয়েছে। কড়া হুকুম, ‘কোনো ছবি নয় আম্মা’। বিরক্ত করিনার মন্তব্য, যেমন বাবা তেমন ছেলে। দুজনেরই ছবি তোলায় অনীহা।
https://www.instagram.com/p/Ce5gzu8oGnM/?igshid=YmMyMTA2M2Y=
প্রসঙ্গত, বড়পর্দার পর এই প্রথম OTT তে পা রাখছেন করিনা। ওয়েব সিরিজের নাম ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’। করিনা ছাড়াও সিরিজে রয়েছেন বিজয় বর্মা এবং জয়দীপ আহলাওয়াত। পরিচালনায় সুজয় ঘোষ। ছোট ছেলে জাহাঙ্গীরকে নিয়ে কালিম্পংয়ে এসেছিলেন করিনা। দ্বিতীয় অংশের শুটিং হবে মুম্বইতে।
সিনেমার প্রসঙ্গে আসলে আগামীতে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে করিনাকে। তাঁর বিপরীতে রয়েছেন আমির খান। ইতিমধ্যেই ট্রেলার প্রকাশ্যে এসেছে ছবির। আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে লাল সিং চাড্ডা।





Made in India