বাংলাহান্ট ডেস্ক : আহমেদাবাদ বিমান দুর্ঘটনার দিনই প্রয়াত হলেন অভিনেত্রী করিশ্মা কাপুরের (Karishma Kapoor) প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। ব্রিটেনে পোলো খেলার সময়ই আচমকা তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কারণ হৃদরোগ বলেই জানা যাচ্ছে। দীর্ঘদিন আগেই করিশ্মার সঙ্গে তাঁর বিচ্ছেদ হলেও কাপুর পরিবারের প্রাক্তন জামাই বলেই পরিচিত ছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর।
প্রয়াত করিশ্মার (Karishma Kapoor) প্রাক্তন স্বামী
ভারতের নামী ব্যবসায়ী সঞ্জয় কাপুর বর্তমানে ব্রিটেনেরই বাসিন্দা ছিলেন বলে জানা যাচ্ছে। তবে ভারতের অধিকাংশ মানুষের কাছেই তাঁর পরিচয় ছিল করিশ্মার (Karishma Kapoor) প্রাক্তন স্বামী হিসেবে। ২০০৩ সালে বিয়েহয় দুজনের। দুই সন্তান করিশ্মা সঞ্জয়ের। ২০০৫ সালে জন্ম হয় সামাইরার এবং ২০১১ সালে জন্মগ্রহণ করে কিয়ান।
দাম্পত্য জীবনে সুখী হননি: করিশ্মা (Karishma Kapoor) সঞ্জয়ের বিবাহিত জীবন নিয়ে নানান কেচ্ছা কাহিনি ছড়িয়ে রয়েছে বলিউডে। সুখী দাম্পত্য পাননি অভিনেত্রী। শোনা যায়, স্বামীর হাতে অত্যাচারিত হতেন তিনি। এমনকি নিজের বন্ধুদের কাছে স্ত্রীর ‘রেট’ও নাকি জিজ্ঞাসা করেছিলেন সঞ্জয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০১৬ সালে আলাদা হয়ে যান তাঁরা। করিশ্মার আগেও অবশ্য নন্দিতা মাহতানি নামে এক ফ্যাশন ডিজাইনারকে বিয়ে করেছিলেন সঞ্জয়। কিন্তু সেই বিয়েও টেকেনি।
আরো পড়ুন : বিমানে থাকা ২৪২ জনেরই মৃত্যুর আশঙ্কা! বিষ্ফোরক তথ্য প্রকাশ আহমেদাবাদ পুলিশ কমিশনারের
আবারও বিয়ে করেন সঞ্জয়: করিশ্মার (Karishma Kapoor) সঙ্গে বিচ্ছেদের পর ফের প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। জানা গিয়েছে, দুজনের আলাপ হয়েছিল নিউ ইয়র্কে। পরে নয়াদিল্লিতে গোপনে বিয়ে সারেন তাঁরা। সন্তানও রয়েছে তাঁদের। অন্যদিকে করিশ্মা সঞ্জয়ের দুই সন্তান থাকে অভিনেত্রীর কাছে।
আরো পড়ুন: রানওয়ের মাটি ছাড়ার কিছুক্ষণ পরেই বিরাট বিষ্ফোরণ! প্রকাশ্যে দুর্ঘটনার সময়কার CCTV ফুটেজ
জানা যাচ্ছে, পোলো খেলার মাঠেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন সঞ্জয়। অথচ এই পোলো খেলার জন্য তাঁর বেশ সুখ্যাতি ছিল বলেই জানা যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু শেষরক্ষা করা যায়নি।