বাংলাহান্ট ডেস্ক : একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে রীতিমত হইচই কান্ড ঘটিয়ে ফেললেন কর্ণাটকের মন্ত্রী ভি সোমানা। মন্ত্রীর এই কান্ড এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। হাঙ্গালা গ্রামে মন্ত্রী ভি সোমানা একটি জমির পাট্টা বিলির অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই অনুষ্ঠানে এক মহিলার সাথে রীতিমত বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ওই মন্ত্রী। তর্কাতর্কি শুরু হতে হঠাৎই খেপে যান মন্ত্রীমশাই।
এরপর সবার সামনেই ওই মহিলাকে থাপ্পড় দেন তিনি। যদিও তারপর দেখা যায় ওই মহিলা মন্ত্রীকে প্রণাম করছেন। জানা গেছে, এই ঘটনার জন্য মন্ত্রী অবশ্য পড়ে ক্ষমাও চেয়েছেন। মন্ত্রীর এই বিতর্কিত কাণ্ড ঘিরে কর্নাটকে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। এই ঘটনাটিকে নিয়ে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন।
তিনি লিখেছেন, এখানকার বিজেপি নেতাদের অহংকার চূড়ান্ত সীমানায় পৌঁছেছে। ভি সোমানা এক মহিলাকে থাপ্পড় মেরে সবার সামনে রীতিমত অপমান করেছেন। লালকেল্লার ভাষণ থেকে আপনি মহিলাদের সম্মানের কথা বলেন। কিন্তু আপনার দলেরই নেতারা মহিলাদের সাথে এইরকম ব্যবহার করছেন! আপনি এই মন্ত্রীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারেন?
कर्नाटक की BJP सरकार के मंत्री वी सोमन्ना ने एक महिला को थप्पड़ जड़ दिया।
महिला का अपराध था कि वो अपनी फरियाद लेकर BJP के मंत्री के पास चली गई।
अब PM मोदी का बयान पढ़ लीजिये – 'क्या हम स्वभाव से, संस्कार से, नारी को अपमानित करने वाली हर बात से मुक्ति का संकल्प ले सकते हैं?' pic.twitter.com/eSdyRZaFqv
— Congress (@INCIndia) October 23, 2022
পাশাপাশি এই কংগ্রেস নেতা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে লিখেছেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এখানকার বিজেপির মন্ত্রীদের বিগড়ে যাওয়ার জন্য দায়ী। প্রথমত ওই অনুষ্ঠানে মন্ত্রী দুই ঘণ্টা দেরিতে পৌঁছেছেন, তারপর এই রূপ ব্যবহার মোটেই কাঙ্খিত নয়।





Made in India