বাংলাহান্ট ডেস্ক: বিটাউনে নবাগতা সারা আলি খান ও কার্তিক আরিয়ানের প্রেমের কথা কার না জানতে বাকি আছে? সেই ‘কফি উইথ করণ’-এ এসে কার্তিক আরিয়ানের প্রতি নিজের ভাল লাগার কথাটা মুখ ফুটে বলেই ফেলেছিলেন সারা। তখন থেকেই শুরু। এরপর দুজনে একসঙ্গে ‘লভ আজ কাল ২’ ছবিতে অভিনয় করেন। ইদ পালনেও একফ্রেমে ধরা পড়েন দুজন। এমনকি সারার জন্মদিন পালন করতে বিদেশে পর্যন্ত উড়ে যান কার্তিক। সকলেই ভেবেছিলেন ফের এক নতুন জুটি পেল বলিউড। কিন্তু তারপরেই জানা যায়, বিচ্ছেদ হয়ে গিয়েছে সারা-কার্তিকের। এখন অনন্যা পাণ্ডেতে মন মজেছে অভিনেতার।

তবে ফের একত্রে এসেছেন সারা আলি খান ও কার্তিক আরিয়ান। উপলক্ষ তাঁদের নতুন ছবি ‘লভ আজ কাল’। সেই ছবিরই প্রচারের জন্য আহমেদাবাদে এসেছিলেন কার্তিক-সারা। কলেজের পড়ুয়াদের ভিড় উপচে পড়েছিল সেখানে। ছবির গানে নাচতেও দেখা যায় অভিনেতা অভিনেত্রীকে।
https://www.instagram.com/p/B8Lz0c7p9hF/?utm_source=ig_web_copy_link
হঠাৎই ভিড়ের সামনেই সারাকে কোলে তুলে নেন কার্তিক। আচমকাই এই ঘটনা ঘটায় বেশ অপ্রস্তুতে পড়ে যান সারা। তবে সামলেও নেন দ্রুত। অপরদিকে ভিড়ের মধ্যে শুরু হয় উচ্ছ্বাস। কার্তিকের এই কাণ্ড দেখে শোরগোল ওঠে সমবেত জনতার মধ্যেও।
সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে এই ভিডিও। সারা ও কার্তিকের এই যুগলবন্দি দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরাও। তারা মন্তব্য করছেন সারা-কার্তিকের বিচ্ছেদ নিয়ে যে গুঞ্জন রটেছিল তা আদৌ সত্য নয়। আবার একাংশ বলছেন, সমস্তটাই ছবির প্রচারের উদ্দেশ্যেই করা তাঁদের।





Made in India