বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের (Kashmir) শোপিয়ান জেলায় বুধবার ভারতীয় সেনার (Indian Army) এনকাউন্টারে চার জঙ্গি (Terrorist) খতম হয়েছে। মঙ্গলবার রাতে সেনা খবর পেয়েছিল যে, শোপিয়ান জেলার মেলহুরা গ্রামে কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। এই খবর পাওয়ার পর সেনার ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ আর এসজিও এর টিম গ্রামে ঘেরাবন্দি করে সার্চ অপারেশন চালায়।

চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে দেখে, জঙ্গিরা ভারতীয় সেনার উপর গুলি চালানো শুরু করে দেয়। ভারতীয় সেনার জওয়ানরা প্রথমে তাদের আত্মসমর্পণ করার জন্য বলে। এরপর জঙ্গিদের লাগাতার চালানো গুলির জবাবে ভারতীয় সেনাও পাল্টা গুলি চালানো শুরু করে।
পুলিশের এক আধিকারিক জানান, সেনা শোপিয়ান এর মেলহুরা এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর মঙ্গলবার রাতে গোটা এলাকা ঘুরে তল্লাশি অভিযান চালানো শুরু করে।
উনি জানান, লুকিয়ে থাকা জঙ্গিরা সেনা বাহিনীকে দেখে গুলি চালানো শুরু করে দেয়। সেনার জওয়ানরা পাল্টা হানা দিয়ে চার জঙ্গিকে নিকেশ করে। এখনো এনকাউন্টার জারি আছে। মৃত জঙ্গিদের সনাক্ত করার প্রক্রিয়া চলছে।





Made in India