বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগে বলিউডের অন্যতম হেভিওয়েট বিয়ের সাক্ষী থেকেছে গোটা দেশ। সাত পাকে বাঁধা পড়েছেন ভিকি কৌশল (vicky kaushal) ও ক্যাটরিনা কাইফ (katrina kaif)। ব্যাপারটা এতটাই আকস্মিক যে এখনো অনেকেই হজম করে উঠতে পারছেন না। এমনকি একই অবস্থা অভিনেত্রীর বন্ধু বান্ধবদেরও। কখন যে তিনি প্রেমে পড়লেন আর কখন যে বিয়ের জন্য রাজি হলেন, এখনো ধরতে পারছেন না অনেকেই।
তবে জানা গিয়েছে, একটি মাত্র শর্তে ভিকিকে বিয়ে করতে রাজি হয়েছিলেন ক্যাটরিনা। জীবনের এত বড় সিদ্ধান্ত নিয়ে বেশ দোনোমনায় ছিলেন তিনি। কিন্তু হাল ছাড়েননি অভিনেতা। ভিকির একাগ্রতা দেখেই রাজি হয়েছিলেন ক্যাটরিনা। শুধু রেখেছিলেন একটি মাত্র শর্ত। কী সেই শর্ত? টাকা, বাড়ি গাড়ি নাকি অন্য কিছু? ক্যাটরিনার এক বন্ধু সম্প্রতি মুখ খুলেছেন এ বিষয়ে।

তিনি জানান, ভিকি ক্যাটরিনা বন্ধুত্ব, রোম্যান্স, প্রেম, বিয়ে সবটাই খুব আকস্মিক। সম্পর্ক শুরু হওয়ার মাত্র দু মাসের মধ্যে নাকি ভিকি বুঝে গিয়েছিলেন যে ক্যাটরিনাই তাঁর আদর্শ জীবনসঙ্গী। কিন্তু ক্যাটরিনা একেবারেই নিশ্চিত ছিলেন না। আসলে রণবীর কাপুর ও সলমন খানের সঙ্গে পরপর দুটি সম্পর্ক ভাঙার আতঙ্ক তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছিল। ভিকিকে মন দিয়ে বসেছিলেন ক্যাট। কিন্তু বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় দরকার ছিল তাঁর।
ক্যাটরিনার বন্ধুর কথায়, “ভিকি হাল ছাড়েননি। তিনি বুঝিয়ে গিয়েছিলেন সমানে। শেষমেষ হ্যাঁ বলেন ক্যাট। কিন্তু বিয়ের আগে একটি শর্ত দিয়েছিলেন তিনি। ভিকিকে তাঁর পরিবার, মা, বোনেদের ততটাই ভালবাসা ও সম্মান দিতে হবে যতটা তিনি ক্যাটরিনাকে দেন।” ভুল করেননি অভিনেত্রী। বিয়ের আগে একবারের জন্যও ভিকিকে দেখেননি তাঁর বোনেরা। কিন্তু প্রথম বারেই তাঁদের এত ভাল মিলমিশ হয়ে গিয়েছে যে খুশি ক্যাটরিনা।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই মুহূর্তে হানিমুনে ঘুরছেন ভিকি ক্যাটরিনা। আজ কালের মধ্যেই মুম্বই ফিরবেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য টুকটাক বিয়ের ছবি শেয়ার করে চলেছেন তাঁরা। সম্প্রতি একসঙ্গে কিছু ফটোশুটের ছবি শেয়ার করেছেন ভিকি ক্যাটরিনা। স্ত্রীর দিক থেকে চোখই সরাতে পারছেন না অভিনেতা। প্রতিটি ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।





Made in India