বাংলা হান্ট ডেস্কঃ বিগত দেড় বছরে বলিউডের একাধিক অভিনেত্রী মা হয়েছেন। আলিয়া ভাট থেকে শুরু করে ইয়ামি গৌতম, একাধিক প্রথমসারির নায়িকার নাম রয়েছে তালিকায়। শীঘ্রই প্রথম সন্তানের জন্ম দেবেন দীপিকা পাড়ুকোন। এর মাঝেই সামনে এল ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) প্রেগন্যান্সির খবর। এবার স্ত্রীয়ের গর্ভাবস্থা নিয়ে মুখ খুললেন অভিনেতা ভিকি কৌশল।
ক্যাটরিনার (Katrina Kaif) প্রেগন্যান্সি নিয়ে মুখ খুললেন ভিকি
সম্প্রতি মুম্বইয়ে চার হাত এক হয়েছে অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের। বিয়ের সপ্তাহখানেক আগে থেকে শুরু হয়েছিল নানান অনুষ্ঠান। সঙ্গীত থেকে শুরু করে গায়ে হলুদ, প্রায় সবেতেই দেখা গিয়েছিল ভিকিকে (Vicky Kaushal)। তবে গায়েব ছিলেন ক্যাটরিনা। এদিকে কয়েক মাস ধরেই অভিনেত্রীর প্রেগন্যান্সির গুঞ্জন শোনা যাচ্ছে। বিয়ের দিন তাঁকে দেখার পর আরও জোরালো হয়েছে সেই জল্পনা।
অনন্ত-রাধিকার বিয়েতে লাল টুকটুকে একটি শাড়ি পরে হাজির হয়েছিলেন ভিকি-পত্নী। সেখানে আবার অনেকের চোখে পড়েছে নায়িকার ‘বেবি বাম্প’। কেউ কেউ আবার ক্যাটের (Katrina Kaif) দাঁড়ানোর ভঙ্গি দেখেই বলে দিয়েছেন তিনি প্রেগন্যান্ট! এবার ‘ব্যাড নিউজ’এর প্রচারে বেরিয়ে এই নিয়ে মুখ খুললেন ভিকি।
আরও পড়ুনঃ রানী ফেল! বাস্তবে কার সঙ্গে প্রেম করছে দুর্জয়? অর্কপ্রভর ‘প্রেমিকা’র আসল পরিচয় চমকে দিতে বাধ্য!
অভিনেতাকে সামনে পেয়েই ‘সুখবর’ সম্বন্ধে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘আমি এখন নিজের ছবির প্রচার নিয়ে ব্যস্ত। এক শহর থেকে অন্য শহরে যেতে হচ্ছে। ক্যাটরিনাও ওর নিজের কাজে ব্যস্ত। বিদেশে যাতায়াত করতে হচ্ছে। আমরা একান্তে ভীষণ কম সময় পাচ্ছি। তবে আশা করছি খুব শীঘ্রই সময় পাব। তবে আপাতত যে সুখবরের কথা হচ্ছে সেটা একেবারেই সত্যি নয়। তেমন কিছু যদি নয় আমরা নিজেরাই জানাব’।

উল্লেখ্য, সম্প্রতি বিদেশ থেকে ভারতে ফিরেছেন ক্যাটরিনা। এখন প্রায় সবসময়ই ঢিলেঢালা পোশাকে দেখা যাচ্ছে। সমাজমাধ্যমেও তেমন কোনও ছবি পোস্ট করছেন না অভিনেত্রী। আর তাতেই আরও জোরালো হয়েছে তাঁর প্রেগন্যান্সির গুঞ্জন।





Made in India