বাংলাহান্ট ডেস্ক: বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় তারকা হলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। একের পর এক ছবি উপহার দিয়েছেন তিনি সিনেপ্রেমীদের। অভিনয়ের পাশাপাশি নাচ ও শরীরচর্চার দিকেও ঝোঁক রয়েছে তাঁর। মাঝে মধ্যেই জিম করার নানা ভিডিও নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। তবে এবার সারা বিশ্বে করোনার সংক্রমণের জন্য সকলেই ঘরবন্দি হয়ে রয়েছেন। দেশে এখনও পর্যন্ত ১৪ এপ্রিল অবধি লকডাউনের মেয়াদ রাখা হয়েছে।
![]()
ব্যতিক্রম নন ক্যাটও। লকডাউনের জেরে বন্ধ জিম, স্টুডিও পাড়া থেকে রেস্তোরাঁ সবই। তাই বাধ্য হয়ে সব কাজ বাড়িতেই করতে হচ্ছে তাঁকে। এর আগে অ্যাপার্টমেন্টের ছাদে শরীরচর্চা করার ভিডিও শেয়ার করেছিলেন ক্যাটরিনা। বাসন মাজতেও দেখা গিয়েছিল তাঁকে। সেই সঙ্গে কীভাবে নিজের কাজ নিজেই করতে হয় সেই শিক্ষাও দিয়েছিলেন তিনি।
https://www.instagram.com/p/B-cIm1WBNll/?igshid=1s7zmorwfpprl
এবার ফের রান্নাঘরে ঢুকেছেন ক্যাটরিনা। তবে এবার বাসন মাজতে নয়, বরং রান্না করতে। বোন ইসাবেলার সঙ্গে দিব্যি হাসি মজা করে রান্না করার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সেখানেই ঘটল বিপত্তি। ইন্টারনেটে রেসিপি দেখে রান্না করার পর যেটা দাঁড়াল সেটা যে আদৌ কি তা নিজেই বুঝে উঠতে পারছিলেন না অভিনেত্রী। বলা বাহুল্য, ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনরাও বেশ মজা পেয়েছেন ক্যাটের কাণ্ড দেখে। কমেন্ট বক্সে বহু তারকাদের খুনসুটি করতেও দেখা গিয়েছে ক্যাটের সঙ্গে।
https://www.instagram.com/p/B-zRWA_hagL/?igshid=1k0pv5i5bsd98
এর আগে অ্যাপার্টমেন্টের ছাদেই শরীরচর্চা করতে শুরু করেছিলেন ক্যাটরিনা। সঙ্গে ছিলেন তাঁর জিম ট্রেনার। দুজনে একসঙ্গে মিলে জিম করতে দেখা গিয়েছিল তাঁদের। একের পর এক বেশ কয়েকটি শরীরচর্চার ভিডিও শেয়ার করেছিলেন ক্যাটরিনা।





Made in India