বাংলাহান্ট ডেস্ক: ফিরে চলুন ৩০ বছর পেছনে। ১৬ জানুয়ারি চার হাত এক হয়েছিল পরিচালক অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) এবং অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। ২০২৩ এ বৈবাহিক জীবনের ৩০ বছর পূর্ণ করে ফেললেন দুজনে। সেই উপলক্ষে ৩০ বছর আগেকার ওই দিনটা আবারো একবার ফিরে দেখা এবং নতুন করে এই সাত জন্মের সম্পর্কের উদযাপন করলেন কৌশিক চূর্ণী। সাক্ষী থাকল তাঁদের একমাত্র ছেলে উজান।
৩০ বছরের পুরনো বিয়ের ছবি আবারো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কৌশিক এবং চূর্ণী। সিঁদুরদানের মুহূর্তের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘৩০ বছর আগে এইদিন। একটা অজানা জীবনের প্রতি আত্মসমর্পণের মুহূর্ত। ও ছিল একজন স্কুল শিক্ষক আর আমি মাত্র এক দিন আগেই মাস্টার্স পাশ করেছিলাম। এর সঙ্গে এল একটা বাড়ি, সিনেমার জগতে ভয়ে ভয়ে পদক্ষেপ আর এক ছোট্ট মূল্যবান জীবন যার নাম উজান।’

বিয়ের সময়কার নববিবাহিত জুটি এবং ৩০ বছর পরের জুটির দুটি ছবির কোলাজ শেয়ার করেছেন পরিচালক কৌশিক। লিখেছেন, ‘যজ্ঞ থেকে যোগ্য হয়ে ওঠার ৩০ বছর পূর্ণ হোলো আজ। আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানাই।’
পাশাপাশি এদিন ছোট করে ৩০ বছর আগের বিয়ের অনুষ্ঠানটাও ঝালিয়ে নেন কৌশিক এবং চূর্ণী। তাঁদের ছেলে উজান সংবাদ মাধ্যমকে জানান, ১৫ জানুয়ারি এক আত্মীয়ের সন্তানের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। সেখানেই সারপ্রাইজের ব্যবস্থা করা হয়েছিল দুই তারকার জন্য।

উজান জানান, জন্মদিনের কেক কাটার পরেই হয় কৌশিক এবং চূর্ণীর মালা বদল অনুষ্ঠান। তাঁরা কেউই কিছু জানতেন না। বাবা মায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তরুণ অভিনেতাও। বাবা মাকে ৩০ তম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি।





Made in India