বাংলাহান্ট ডেস্ক: এক বছর আগে মুক্তি পেয়েছিল KGF। যশ অভিনীত এই ছবি মুক্তি পাওয়া মাত্রই মন জয় করে নিয়েছিল সবার। ছবি সমালোচক থেকে সিনেপ্রেমী সবাই প্রশংসা করেছেন এই ছবির। বিশেষত চিত্রনাট্য ও যশের অভিনয়ের। তখন থেকেই এই ছবির সিকুয়েলের অপেক্ষায় ছিল সিনেপ্রেমীরা। অবশেষে তাদের প্রতীক্ষা শেষ হল। প্রকাশ্যে এসেছে KGF Chapter 2 এর প্রথম লুক। প্রকাশ্যে এনেছেন এই ছবির প্রযোজক ফারহান আখতার।
https://www.instagram.com/p/B6VZhrqh_c6/?igshid=1sln468sz5kvg
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবির প্রথম লুক শেয়ার করেছেন ফারহান। সেই পোস্টারে রয়েছেন প্রধান অভিনেতা যশও। পোস্টারে নীল শার্ট ও কালো প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে তাঁকে। ভারী কিছু দড়ি দিয়ে টেনে আনছেন তিনি। প্রথম ছবির মতোই অগোছালো হেয়ার স্টাইলে রয়েছে যশের। পোস্টারের নীচে ছবির ট্যাগলাইন লেখা ‘সাম্রাজ্যের পুনর্গঠন’।
প্রসঙ্গত, এক বছর আগে মুক্তিপ্রাপ্ত KGF ছবিটি প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। বক্স অফিসেও ২০০ কোটির মাইলস্টোন অতিক্রম করে এই ছবি। হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছিল ছবিটি।

KGF Chapter 2 তে মুখ্য চরিত্রে যশ ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত। খলনায়কের চরিত্রে অভিনয় করছেন তিনি। এই ছবিতে নিজের চরিত্রকে অ্যাভেঞ্জারসের থানোসের সঙ্গে তুলনা করেছেন তিনি। এছাড়াও অভিনয় করছেন অচ্যুত কুমার, অনন্ত নাগ, নাস্সার, মালবিকা অবিনাশ, রামচন্দ্র রাজু সহ আরও অনেকেই।





Made in India