বাংলাহান্ট ডেস্ক : হাতে আর মাত্র কিছু ঘন্টা। নতুন জীবনের পথ শুরু করতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী(Kiara Advani)। দীর্ঘদিনের প্রেম অবশেষে পেতে চলেছে পরিণতি। রাজকীয় ভাবেই বিয়ে সারবেন এই তারকা জুটি। রাজস্থানের জলসামীরে বসতে চলেছে বিয়ের আসর। অতিথি তালিকায় রয়েছেন প্রায় ১০০ জন। বলিউড অভিনেতা-অভিনেত্রী ছাড়াও আমন্ত্রিত গন্যমান্য ব্যক্তিরা।
আগে জানা গিয়েছিল ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি। যদিও পরবর্তীতে জানা যায়, ৬ নয় ৭ তারিখ অর্থাৎ আজ সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। সেজে উঠেছে সূর্যগড়ের প্রাসাদ। অতিথিদের মনোরঞ্জেণের জন্য রাজস্থানি নাচ সহ পুতুল নাচের ব্যবস্থা করা হয়েছে। থাকছে আরও একাধিক আয়োজন।

আর এই সবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে অভিনেত্রীর পুরনো এক সাক্ষাৎকারের ভিডিও। ভিডিও দেখে চক্ষু চড়কগাছ ভক্তদের। বিয়ের আগে কেন অভিনেত্রী এমন কথা বলেছিলেন তার কারণ হাতড়ে বেড়াচ্ছে অভিনেত্রীর অনুরাগীরা।

ভাইরাল হওয়া সেই সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা যাচ্ছে, ‘ আমি দুই সন্তানের মা হতে চাই। অন্তঃসত্ত্বা থাকাকালীন আমি আমার মনের ইচ্ছে মত খাবার খেতে চাই’। যমজ সন্তান নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। তাঁর কথায়,’ আমার যমজ সন্তান হলে যেন একটা ছেলে এবং একটা মেয়ে হয়। ভগবানের কাছে আমি সবসময় এই প্রার্থনায় করি’।

২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলেছিল এই তারকা জুটি। ‘শেরশাহ’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। ছবিতে কার্গিল যুদ্ধের নায়ক বিক্রম বাত্রার চরিত্রে ধরা দিয়েছেন অভিনেতা। এই ছবিতে একসাথে কাজ করার পরই প্রণয়ের সম্পর্কে জড়িয়েছেন তাঁরা। যদিও দর্শকদের সামনে এই বিষয় নিয়ে কখনই মুখ খোলেননি সিদ্ধার্থ-কিয়ারা। এবার বাস্তব জীবনে এক হতে চলেছেন এই তারকা জুটি।





Made in India