বাংলা হান্ট ডেস্ক: চলতি মরশুমের IPL (Indian Premier League)-এ পিছিয়ে থেকেও দুর্ধর্ষ প্রত্যাবর্তনের মাধ্যমে প্লে-অফের লড়াইতে প্রবেশ করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। যদিও, কার্যত তীরে এসে তরী ডুবে গেল RCB-র। গত বুধবার IPL-এর এলিমিনেটর পর্বের খেলায় রাজস্থানের (Rajasthan Royals) কাছে পরাজিত হয় বেঙ্গালুরু।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পরপর ৬ টি ম্যাচে জয়লাভ করে প্লে-অফে পৌঁছেছিল RCB। যার ফলে RCB-কে নিয়ে চরম উত্তেজনা পরিলক্ষিত হয় ভক্তদের মধ্যেও। যদিও, এলিমিনেটর পর্বে এসেই ফের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল RCB-র। এদিকে, বেঙ্গালুরুর হারের জেরে প্রভাবিত হয়েছে KKR-ও! এমতাবস্থায়, প্রশ্ন উঠতে পারে যে RCB-র হারে KKR কিভাবে প্রভাবিত হল? বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব।

প্রথমেই জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই কোয়ালিফায়ার পর্বে হায়দ্রাবাদকে হারিয়ে সরাসরি ফাইনালে পোঁছে গিয়েছে KKR। যদিও, RCB হেরে যাওয়ায় কিছুটা হলেও চিন্তা বৃদ্ধি ঘটেছে KKR শিবিরে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৬ মে চেন্নাইতে IPL-এর ফাইনাল ম্যাচ খেলবে কলকাতা। তবে, ফাইনালে তারা কোন দলের মুখোমুখি হবে তা এখনও নির্ধারিত হয়নি। এমতাবস্থায়, হায়দ্রাবাদ এবং রাজস্থানের মধ্যে সম্পন্ন হবে কোয়ালিফায়ার-২।
আরও পড়ুন: IPL থেকে আয় ৯২ কোটি, এবার নিলেন অবসর! KKR-এ খেলে ফুলেফেঁপে ওঠেন দীনেশ কার্তিক
ওই পর্বে যে দল জয়লাভ করবে তারা পৌঁছে যাবে ফাইনালে। পাশাপাশি, সেই দলের সাথেই ফাইনালে মুখোমুখি হবে KKR। এমন পরিস্থিতিতে, RCB এলিমিনেটরে জিতে এলে ফাইনালে পৌঁছাতে পারতো। সেক্ষেত্রে, কলকাতার চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে পাল্লা কিছুটা ভারী হত। কারণ, পরিসংখ্যান অনুযায়ী এই দুই দল মুখোমুখি হয়েছে মোট ৩৪ বার। যেখানে কলকাতা জিতে নিয়েছে ২০ টি ম্যাচ এবং বেঙ্গালুরু জিতেছে ১৪ টি ম্যাচ। অর্থাৎ, এই পরিসংখ্যানে কলকাতা অনেকটাই এগিয়ে রয়েছে।
আরও পড়ুন: মোটেও করবেন না এই ভুল! নাহলেই মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সতর্ক করল RBI
অন্যদিকে, রাজস্থান রয়্যালস যদি দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দ্রাবাদকে হারিয়ে দেয় সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে কলকাতা। কারণ, KKR-এর রাজস্থানের সাথে পরিসংখ্যান খুব একটা ভালো নয়। IPL-এ কলকাতা এবং রাজস্থান মুখোমুখি হয়েছে ৩০ টি ম্যাচে। যার মধ্যে KKR এবং RR উভয়েই ১৪ টি করে ম্যাচে জয়লাভ করেছে। যার মধ্যে ২ টি ম্যাচ রয়েছে অমীমাংসিত। অর্থাৎ এটা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, রাজস্থান যদি হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় সেক্ষেত্রে কড়া টক্করের সম্মুখীন হবে KKR। এমতাবস্থায়, বেঙ্গালুরু প্রতিপক্ষ হলে পরিসংখ্যান অনুযায়ী কলকাতা অনেকটাই এগিয়ে থাকত।





Made in India