বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র দু’দিনের অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আগামী 9 ই এপ্রিল আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল অভিযান শুরু করছে 11 ই এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে।
তবে তার আগে জমিয়ে অনুশীলন করছে পুরো কলকাতা নাইট রাইডার্স দল। আর দলকে অনুশীলন করালেন হেড কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। কলকাতা নাইট রাইডার্স এর প্রাক্তন খেলোয়াড় তথা নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে কোচ হিসাবে গত বছরই নিয়ে এসেছিল কেকেআর টিম ম্যানেজমেন্ট। তবে গত বছর আইপিএল খুব একটা ভালো যায়নি কেকেআর এর জন্য, প্লে-অফেই উঠতে পারেনি কেকেআর। তবে এই বছর শুধু প্লে অফে ওঠাই নয় ট্রফি জয়ের ব্যাপারেও বেশ আশাবাদী কলকাতা নাইট রাইডার্স।
https://www.instagram.com/p/CNVBet1lA4i/?utm_source=ig_embed&ig_mid=9FC74E8B-937C-4848-8599-E0F99BAC3D8A
আইপিএল শুরু হওয়ার আগেই দলের ফিল্ডিং আরও ভালো করার জন্য অভিনব পন্থা অবলম্বন করলেন কলকাতা নাইট রাইডার্স এর হেড কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। এই দিন তিনি টেনিস ব্যাট নিয়ে হাজির হন এবং টেনিস ব্যাট দিয়ে জোরে জোরে বল মেরে দলের প্রত্যেক খেলোয়াড়কে ক্যাচ প্র্যাকটিস করালেন ম্যাকালাম। বিশেষ করে হরভজন সিংহ সহ দলের সিনিয়র ক্রিকেটারদের বিশেষ গুরুত্ব দেওয়া হল এই প্র্যাকটিস সেশনে। আর সেখানেই দেখা গেল দলের অন্যতম ফিট ক্রিকেটার আন্দ্রে রাসেল ম্যাকালামের জোরালো স্মাচ মিস করলেন। তবে পরের বলটাই ফের দারুণ ভাবে তালুবন্দি করলেন রাসেল, ক্যাচ ধরতেই রাসেলকে হাততালিতে উদ্বুদ্ধ করলেন দলের অন্যান্য সদস্যরা।





Made in India