বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি মরশুমে গ্রূপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের মুখোমুখি এই মরশুমে দুরন্ত পারফরম্যান্স করা নতুন দল লখনউ সুপারজায়ান্টস। কিন্তু আজ জিতলেও কেকেআরের প্লে অফ ভাগ্য নিশ্চিত হচ্ছে না। তাদের তাকিয়ে থাকতে হবে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শেষ ম্যাচের দিকে। তাদের দুজনের মধ্যে একজনও যদি তাদের শেষ ম্যাচ জিতে যায় তবে কলকাতার স্বপ্ন শেষ হয়ে যাবে।
অপরদিকে তাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস এই মরশুমে দুরন্ত ফর্মে থাকলেও শেষ কয়েকটি ম্যাচে তাদের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। শেষ ম্যাচে তাদের টপ অর্ডার অত্যন্ত বাজে পারফর্ম করেছিল। আজ জিতে উইনিং মোমেন্টাম নিয়েই প্লে অফ নিশ্চিত করতে চাইবেন রাহুলরা। কিন্তু তাদের কাজটা সহজ হবে না কারণ শেষ দুই ম্যাচে দুরন্ত ছন্দে রয়েছে নাইটরা। বিশেষ করে ব্যাট ও বল দুই বিভাগেই নিজের পুরোনো ছন্দ ফিরে পেয়েছেন রাসেল। কামিন্স এবং রাহানে না থাকাটা আলাদা করে কোনও চাপ তৈরির কথা নয়।

লখনউ সুপারজায়ান্টস সম্ভাব্য একাদশ:
লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), দীপক হুডা, আয়ুশ বাদোনি, মার্কাস স্টোইনিস, ক্রুনাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, জেসন হোল্ডার, দুষ্মন্ত চামিরা, মহসিন খান, রবি বিশ্নই
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ:
অ্যারন ফিঞ্চ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, শেলডন জ্যাকসন (উইকেটরক্ষক), উমেশ যাদব, সুনীল নারায়ণ, টিম সাউদি, অনুকূল রয়





Made in India