বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেকদিন সকালে দীঘা মোহনায় চরম ব্যস্ততা থাকে মৎস্য ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে। সমুদ্র থেকে মৎস্যজীবীরা মাছ সংগ্রহ করে এনে তা বিক্রি করেন দীঘা মোহনায়। আজও তেমনই একটি দিন ছিল দীঘা মোহনায়। তবে এই অনারম্বর একটা সকালকে ক্ষণিকের মধ্যেই বদলে দিল একটি বিশালাকার কই ভোলা।
আজ দীঘা মোহনায় বিশাল আকারের একটি কই ভোলা মাছ আসে নিলামের জন্য। এরপর শোরগোল পড়ে যায় চারদিকে। বহু মানুষ দেখতে ভিড় জমান এই মাছটিকে। বিশাল আকারের কই ভোলা নিয়ে উন্মাদনা ছড়িয়ে পড়ে সমুদ্র নগরী দীঘায়। দীঘা মোহনায় বিশাল আকৃতির তেলিয়া ভোলা মাছ বিক্রি হল লক্ষাদিক টাকায়।
আরোও পড়ুন : ষষ্ঠী থেকে অষ্টমী বাংলায় এবার ‘ড্রাই ডে’! তবে নবমী, দশমীতে ভিজবে দক্ষিণবঙ্গের এই সাত জেলা
সুজিত করের কাঁটায় নিলামে লক্ষাধিক টাকায় শুক্রবার এই মাছটি বিক্রি হয়েছে। বিশাল আকৃতির এই মাছটির ওজন প্রায় ২০০কেজি। ১ লক্ষ ২৭ হাজার টাকায় কলকাতার একটি কোম্পানি এই মাছটি কিনেছে। পারাদ্বীপের একটি মৎস্যজীবীর ট্রলারে ধরা পড়ে এই তেলিয়া ভোলা মাছ। এরপর মৎস্যজীবীরা নিলামের জন্য মাছটিকে নিয়ে আসেন দীঘা মোহনায়।

প্রসঙ্গত উল্লেখ্য, কই ভোলার তুলনায় তেলিয়া ভোলার দাম আরোও বেশী থাকে। কারণ, এই মাছের প্রচুর পরিমাণে ঔষধি গুণ আছে। বিভিন্ন জীবনদায়ী ওষুধ প্রস্তুত হয় এই মাছের পটকা ও অন্যান্য অংশ দিয়ে। গোটা দেশ বাদেও এই মাছের বিপুল চাহিদা রয়েছে বিদেশেও।





Made in India