বাংলা হান্ট ডেস্ক : IPL ২০২৪ এর শুরুর থেকেই ফাঁটিয়ে খেলছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে দলটি। ওদিকে লাগাতার হারের মুখে পড়ে প্লে অফ থেকে ছিটকে যেতে বসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। রবিবারে নাইটদের বিরুদ্ধে হারলেই প্লে অফের আশা বাদ দিতে হবে বিরাটের। ওদিকে লিগ টেবিলে উপরে উঠতে হলে KKR কে ম্যাচ জিততেই হবে।
উল্লেখ্য যে, রবিবার বেলা সাড়ে ৩টে থেকে আমানা সামনি হবে এই দুই দল। এমন আবহে আবহাওয়া (Weather) নিয়ে বেশ চিন্তায় পড়েছে KKR ও RCB। ওয়েদার রিপোর্ট বলছে, ২১ এপ্রিল কলকাতার আকাশে আংশিক মেঘ থাকার সম্ভাবনা প্রবল। বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও গরমে নাজেহাল হবে প্লেয়াররা। সেই সাথে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্থিতে ভূগবে দুই দল।
অ্যাকুওয়েদার ডট কম বলছে, আজ বেলা তিনটের দিক থেকেই মেঘ থাকবে আকাশে। তবে সন্ধ্যার দিকে মেঘলা ভাব আরও বাড়বে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিনের সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি এবং ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এমনিই ইডেনের পিচ অদ্ভুত আচরণ করে। ইডেনের মাঠে দিনের বেলা যে পিচে রান তুলতে হিমশিম খায় ব্যাটাররা, সেখানে রাতে আবার তুমুল রান ওঠে।
আরও পড়ুন : RCB-র সাথে ম্যাচের আগে খারাপ খবর, মহা ফাঁপরে শ্রেয়াস ব্রিগেড! বড় ধাক্কা খেল KKR

তবে রবিবার যেহেতু দিনের বেলা ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে তাই সেক্ষেত্রে বড়সড় দায়িত্ব থাকবে স্পিনারদের উপর। উল্লেখ্য যে, এযাবৎ মোট ৩৪ বার মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যার মধ্যে নাইটরা জিতেছে ২০ বার এবং বেঙ্গালুরুর দখলে রয়েছে ১৪টা ম্যাচ।





Made in India