বাংলা হান্ট ডেস্ক : চলতি বছর IPL এ প্রথম 3 ম্যাচ জেতার পর আত্মবিশ্বাসে ফুটছিল টিম কলকাতা। চতুর্থ ম্যাচ জেতার টার্গেট নিয়ে চিপকে নামে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কিন্তু শেষ পর্যন্ত জয় তো দূর, বরং লজ্জাজনক হারের মুখোমুখি হতে হয়েছে তাদের। চতুর্থ ম্যাচে হারের কারণে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা আরো জটিল হয়ে গেল নাইটদের।
চেন্নাইয়ের বিরুদ্ধে হারের পর লীগ টেবিলের 1 নং স্থান খোয়াতে হয়েছে নাইটদের। স্বাভাবিক ভাবেই বেশ কিছু সময়ের জন্য লীগ টেবিলে শীর্ষে থাকবে রাজস্থান রয়্যালস। এদিকে কলকাতা যদি চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিততে পারতো তাহলে নেট রান রেট বেশি থাকার কারণে সহজেই এক নাম্বার পজিশনে চলে যেত।
বর্তমানে রাজস্থানের থেকে 2 পয়েন্ট পিছনে কলকাতা। 4 ম্যাচের 4টিতেই জয়লাভের পর 8 পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান। তাদের মোট রানরেট +1.120। বৃহস্পতিবার ম্যাচ জিততে পারলে এই ব্যবধান আরো অনেকখানি বাড়িয়ে নিতে পারবে সঞ্জু স্যামসনরা। পয়েন্ট টেবিলে ঠিক তারপরই অর্থাৎ দ্বিতীয় স্থানে কলকাতা, +1.528 নেট রানরেট এবং 6 পয়েন্ট রয়েছে তাদের।
আরও পড়ুন: T20 বিশ্বকাপে হার্দিক নয়, খেলবেন এই অলরাউন্ডার! পান্ডিয়ার বিকল্প খুঁজে পেল BCCI
আগামী 14 এপ্রিল কলকাতার খেলা রয়েছে লখনউ এর সাথে এবং তারপর 16 এপ্রিল রয়েছে রাজস্থানের সাথে। দুই ম্যাচে জয় পেল আবারও লীগ টেবিলের শীর্ষে উঠতে পারবে নাইটরা। উল্লেখ্য, 4 ম্যাচে 3টিতে হয় পেয়ে তিনে লখনউ সুপার জায়ান্ট। তাদের প্রাপ্ত স্কোর 6 এবং নেট রানরেট +0.775।





Made in India