বাংলা হান্ট ডেস্কঃ আজ পয়লা জানুয়ারি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কর্মীদের বিশেষ বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)-ও।
ফিরহাদের (Firhad Hakim) মন্তব্য ঘিরে বিরাট শোরগোল
এদিন তিনি (Firhad Hakim) বললেন, ‘তৃণমূল কংগ্রেস মানে পাওয়ারে এলাম, পাওয়ারে থাকলাম পুলিশ স্যালুট করছে। তৃণমূল নেতা হাঁটলে তার পিছনে এমনিতেই ১০০ টা করে লোক ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস মানে তা নয়। তৃণমূল কংগ্রেস মানে আত্মত্যাগ।’
প্রসঙ্গত কিছুদিন আগেই সংখ্যাগুরু প্রসঙ্গেও বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বিতর্কিত মন্তব্যের জেরে দলের অন্দরেও সমালোচনার মুখে পড়েছিলেন ফিরহাদ।
আরও পড়ুন: সেই রাতে স্টেথো গলায় ঝুলিয়ে ডাক্তারের মতো কেউ, সঙ্গে আরও অনেকে! সামনে RG Kar-র CCTV ফুটেজ
আর এহেন ফিরহাদ আজ দলের প্রতিষ্ঠা দিবসে বললেন, ‘আমরা সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। সেদিন আমার বক্তব্যের একটা লাইন দেখানো হয়েছিল। ববি হাকিম সাম্প্রদায়িক। ববি হাকিমের মৃত্যু হয়ে যাবে তবুও সাম্প্রদায়িক হবে না। আই হেট হিন্দু কমিউনালিজম, আই হেট মুসলিম কমিউনালিজম। আমার মৃত্যুর পর ৬ ফুট মাটির তলায় দেহ মিশে যাবে। ভারতের মাটিতে মিশবে। আমি কি ভারতীয় নই?’

একইসাথে এদিন নাম না করেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন ফিরহাদ। দলের নেতা-কর্মীদের উজ্জীবিত করতেই এদিন ফিরহাদের বার্তা, ‘আজকের জন্য একটাই স্লোগান। কমিউনালিজম হটাও, দেশ বাঁচাও। ময়ূরপঙ্খী কাককে কেউ বিশ্বাস করে না। যে আদর্শ নিয়ে জন্মেছ সেই আদর্শ নিয়ে কাজ করো।’ ফিরহাদের বিশ্বাস, ‘দেশের মুক্তির পথ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ।’





Made in India