বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন গোটা দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চললেও গতকাল শান্তই ছিল আবহাওয়া। যদিও গরম ছিল অস্বস্তিকর। আজও সেই ধারাই বজায় থাকবে বলে খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গর একাধিক জেলায় হালকা বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া বিক্ষিপ্তভাবে খানিক বৃষ্টি হতে পারে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কম এ রাজ্যে (West Bengal)।
তবে তাপমাত্রা বাড়বে। বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে সোমবার থেকে ফের শুরু হবে বৃষ্টির তাণ্ডব। নতুন সপ্তাহে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলায়। সোমবার অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: TET পিছু ২৫ কোটি টাকা লাভ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ! তথ্য সহ হিসাব দেখালেন শুভেন্দু, শোরগোল
এরপর বুধবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে। মঙ্গলবার থেকে টানা তিন দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন:ঠিক কবে মিলবে বকেয়া DA? অবশেষে বড় আপডেট দিয়ে দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
উত্তরবঙ্গেও আজ ও কাল ভারী বৃষ্টির না সম্ভাবনা একেবারেই নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস। যদিও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়বে বৃষ্টি।





Made in India