বাংলা হান্ট ডেস্ক: বহু বছর পর ‘কথা’ ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharjee)। এই ধারাবাহিকে সাহেবের বিপরীতে নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেত্রী সুস্মিতা দে-কে (Sushmita Dey)। এই ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনের পর্দায় সুপারহিট সাহেব সুস্মিতার জুটি।
পর্দায় তাঁদের ঝগড়া, খুনসুটি হোক কিংবা রোমান্স দেখে চোখ ফেরাতে পারেন না দর্শক। এই মুহূর্তে এই কথা সিরিয়ালটি স্টার জলসার অন্যতম সুপারহিট মেগা। পর্দায় সাহেব-সুস্মিতার (Saheb-Sushmita) রসায়ন এতটাই জমজমাট যে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে পর্দার এই জুটি র প্রেম নাকি এবার গড়িয়েছে বাস্তবে। সম্প্রতি সেই জল্পনাকে উসকে দিয়েই সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন খোদ ‘কথা’ অভিনেত্রী সুস্মিতা ।
প্রসঙ্গত দর্শকরা কমবেশি সকলেই জানেন দীর্ঘদিন ধরেই অভিনেত্রী সম্পর্কে ছিলেন অনির্বাণের সাথে। এমনকি বিয়ের পাকা কথাও হয়ে গিয়েছিল অনির্বাণ-সুস্মিতার। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় একসাথে ছবি শেয়ার করতেও দেখা যেত তাঁদের। কিন্তু কিছুদিন আগেই আচমকা অনির্বাণ একটি পোস্ট করে সবাইকে জানিয়ে দিয়েছেন, তিনি আর সুস্মিতা একসঙ্গে নেই।
আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে বারাণসীর এই বিখ্যাত খাবার! আসছেন ২৪ জন কারিগর, কি কি থাকছে মেনুতে?
তাদের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাকে যেন সুস্মিতার প্রসঙ্গে কোনো প্রশ্ন না করা হয়। তারপরেই সাহেব আর সুস্মিতার প্রেমের গুঞ্জন আরও বেশি করে মাথাচাড়া দিতে শুরু করেছে। এমনকি মাঝেমধ্যেই এই অন স্ক্রিন জুটিকে সিরিয়ালের শুটিং ফ্লোর থেকেই একসাথে ছবি ‘তু হ্যায় তো।’ যা দেখা মাত্রই অনুরাগীদের একাংশ দুইয়ে-দুইয়ে চার করতে শুরু করেছেন।

অনুরাগীদের দাবি, ‘আসলে এই ‘তু’ বলতে সুস্মিতা সাহেবকেই বুঝিয়েছেন।যদিও প্রেম নিয়ে এই মুহূর্তে ‘স্পিকটি নট’ সাহেব-সুস্মিতা দুজনেই। অন্যদিকে প্রেমের জল্পনা উড়িয়ে দিয়ে সাহেব জানিয়েছেন,’তাঁরা নাকি শুধু সহকর্মী এবং বন্ধু। এর বেশি কোনও সম্পর্ক নেই।’





Made in India