বাংলাহান্ট ডেস্ক: পর্দায় তাঁরা দিদি-ভাইয়ের জুটি। পিসতুতো ভাইকে আদরে, শাসনে রাখেন ‘দিদিয়া’। ভাই আর ভাইয়ের বউয়ের সম্পর্ক যাতে সবসময় ভাল থাকে সেদিকেই নজর থাকে দিদিয়ার। কিন্তু তাঁদের অফস্ক্রিন সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে সিদ্ধার্থ এবং নন্দা ওরফে আদৃত রায় (Adrit Roy) এবং কৌশাম্বী চক্রবর্তীকে (Koushambi Chakraborty) নিয়েই।
‘মিঠাই’ সিরিয়ালের এই দুই চরিত্র অত্যন্ত জনপ্রিয়। নন্দা মুখ্য চরিত্র না হলেও গুরুত্বের হিসাবে বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন। উপরন্তু অনস্ক্রিন ভাই সিডের সঙ্গে তাঁর বাস্তব সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই আরো লাইমলাইট পেয়ে গিয়েছেন কৌশাম্বী।

ঘটনার সূত্রপাত আদৃতেরই একটি পোস্ট থেকে। কৌশাম্বীকে সঙ্গে নিয়ে একটি ছবি শেয়ার করে তিনি নিজেই ঘোষনা করেছিলেন, তাঁরা বাস্তবে খুব ভাল বন্ধু। যদিও নিন্দুকদের দাবি, দুজনের মধ্যে বন্ধুত্বের থেকেও বেশি কিছু রয়েছে। কৌশাম্বীর জন্মদিনে আমন্ত্রিত ছিলেন আদৃত। সেই ছবি জ্বলজ্বল করছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দেওয়ালে।
পাশাপাশি আদৃত কৌশাম্বীর আরো কিছু ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। যদিও সেগুলোর বাস্তবতা নিয়ে কোনো মন্তব্য কখনোই করেননি তাঁরা। সিরিয়ালে রাখি বন্ধন পর্বে শ্রী, নীপার কাছে সিড রাখি পরলেও কাউকেই রাখি পরাতে দেখা যায়নি নন্দাকে। ভাইফোঁটায় কী করবেন তাঁরা?

সিরিয়ালে এখনো ভাইফোঁটার পর্ব শুরু না হলেও বাস্তবের পরিকল্পনা জানিয়েছেন কৌশাম্বী। সংবাদ মাধ্যমকে তিনি স্পষ্টই জানিয়েছেন, অনস্ক্রিন সম্পর্কগুলো অনস্ক্রিনই রাখতে চান তিনি। কারণ তাঁরা সকলেই পেশাদার। পর্দার সম্পর্কগুলো তাই বাস্তবে রূপ দেওয়ার কোনো বাসনা তাঁর নেই। কৌশাম্বী বলেন, তাঁর দুই দাদা আছেন যাঁদেরকেই প্রতিবার ফোঁটা দেন তিনি। এ বছরেও তাই করবেন। সোম আর সিডকে বাস্তবে ফোঁটা দেওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই।





Made in India