বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই প্রকাশ্যে আসে প্রভাস (prabhas) ও সইফ আলি খানের (saif ali khan) বহু প্রতীক্ষিত ছবি ‘আদিপুরুষ’ (adipurush) এর মুক্তির তারিখ। কয়েক মাস আগে ছবির কথা ঘোষনা হওয়ার সঙ্গে সঙ্গেই উত্তেজনার পারদ চড়তে থাকে।
প্রথম থেকেই নেটিজেনদের আগ্রহের শেষ নেই এই ছবিকে ঘিরে। চলতি বছরে নয়, বরং আগামী বছর মুক্তি পেতে চলেছে আদিপুরুষ। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের ঠিক আগে ১১ অগাস্ট মুক্তি পাবে প্রভাস ও সইফের এই ছবি।

এবার জানা গেল আরো এক চমকদার খবর। আদিপুরুষ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করতে চলেছেন কৃতি শানন (kriti sanon)। নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্রের খবর, হিন্দি ও তেলুগু দুই ইন্ডাস্ট্রিরই বেশ কিছু বড় নাম ভাবনাচিন্তা করার পর শেষ পর্যন্ত কৃতিকেই নির্বাচন করেছেন ছবির নির্মাতারা। এর আগে অনুষ্কা শর্মা, কীর্তি সুরেশ ও অনুষ্কা শেট্টিকে নিয়ে জোর জল্পনা চলছিল সিনেপাড়ায়। তবে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষনা করেনি ছবির নির্মাতারা।
১১ অগাস্ট বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে আদিপুরুষ। ১৫ অগাস্ট সোমবার হওয়ায় সপ্তাহান্তের পরেও একটা লম্বা সময় পাবে এই ছবি। তাই আশা করা যাচ্ছে ধামাকাদার ওপেনিংই হতে চলেছে এই ছবির।
হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে আদিপুরুষ। এই মুহূর্তে ছবির প্রি প্রোডাকশনের কাজ চলছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে শোনা গিয়েছিল পরিচালক ওম রাউতের আদিপুরুষ ছবিতে শিবের চরিত্রে দেখা যেতে চলেছে অজয় দেবগণকে। এর আগে তানাজি ছবির জন্যও সইফ ও অজয় একত্রে স্ক্রিন শেয়ার করেছিলেন। সেই ছবিরও পরিচালক ছিলেন ওম রাউত। খবর সত্যি হলে নিঃসন্দেহে অজয় অনুরাগীরা অত্যন্ত খুশি হবে।
তরণ আদর্শের টুইট থেকে আরও জানা গিয়েছে, রামায়ণের উপর নির্ভর করে তৈরি হবে এই ছবির কাহিনি। ছবির প্রযোজনার দায়িত্বে থাকছেন টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার।





Made in India