বাংলাহান্ট ডেস্ক : সকালেই শুরু হল টুইট যুদ্ধ। একের পর এক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) মন্তব্য করেন, ‘অনেক ধেড়ে ইঁদুর বেরোবে’। এই মন্তব্যেরই আজ টুইট করে জাবাব দিলেন কুণাল ঘোষ।
এদিন টুইটে কুণাল লেখেন, ”দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলুক। অপরাধীরা শাস্তি পাক। যদি কেউ সব জানেন, ‘মাথা’ চেনেন, ‘ধেড়ে ইঁদুর’ জানেন বলে ভাব দেখিয়ে প্রচার চান, তাঁকে অবিলম্বে সেই মামলায় সাক্ষী হিসেবে তদন্তে ডেকে পাঠানো হোক। যিনি সব জানেন, তিনি শুধু সংলাপ দিয়ে মেগাসিরিয়াল চালাবেন কেন? আসুন তদন্তে।”
এরপরই একাধিক ব্যক্তি একের পর এক টুইট করে রীতিমতো আক্রমণ শানান কুণাল ঘোষের বিরুদ্ধে। সমিত কবি নাৃে এক ব্যক্তি লেখেন, ‘এ তো চোরের মায়ের বড়ো গলা। আপনি নিজে সারদা মামলায় জড়িত। আপনার চার্জশিটে নাম আছে তাই না!! আর আপনার ঐ সি.বি.আইকে দেওয়া ভিডিও, আপনি বলেছিলেন না, সারদা ঘটনায় সবথেকে বেশী যে বেনিফিসারি সে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, তা আপনি আপনার ঐ কথাতেই এখনো আছেন তো?’
অভিক মুখোপাধ্যায় নামে এক টুইটার ব্যবহারকারী রীতিমতো হুঁশিয়ারি দিয়ে টুইট করেন, ‘কুণাল তুই চোর, তোর মূর্খ্যমন্ত্রী চোর, তার ভাইপো চোর, তৃণমূলের মন্ত্রীরা চোর,জেলা সভাপতি চোর,তৃণমূলের সব নেতা চোর, তোদের থেকে রাস্তার কুকুরও ভাল, উনি জুডিশিয়ারিতে বসে আছেন বলে সবটা বলতে পারছেন না কিন্তু বাংলার মানুষ জেনে গেছে কে চোরেদের ঢাকি আর কারা তার দালাল, সাবধান’। তবে সাধারণ মানুষের এই সমস্ত বিস্ফোরক দাবির কোনও প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্রের থেকে পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে।





Made in India