বাংলা হান্ট ডেস্কঃ চলছে ভালোবাসার মাস। চারিদিকে ঝড়ে ঝড়ে পড়ছে প্রেম। ভালোবাসায় মত্ত সকলে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন্স ডে (Valentine’s Day 2023)। অন্যদিকে, এরই মধ্যে হাজির আরেক কাহিনী। সঙ্গীর কথা ছাড়ুন, কখনও গরুকে আলিঙ্গন করেছেন কী? না করলে এই আপনার সামনে সুবর্ণ সুযোগ। কেন্দ্রের পশুকল্যাণ দফতর নির্দেশিকা জারি করে জানানো হয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডের দিন পালিত হতে চলেছে কাউ হাগ ডে (COW HUG Day)।
গত ৪৮ ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় হট টপিক হয়ে দাঁড়িয়েছে কাউ হাগ ডে। এবার এই প্রসঙ্গ নিয়েই সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) খোঁচা মারলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। কুণালের কটাক্ষ, ‘যাঁর মাথা থেকে এটা বেরিয়েছে, তাঁর মস্তিষ্ক সংরক্ষণ করা উচিত।’
শুধুই কী তাই! এরপর সোজাসুজি শিশির পুত্রকে কটাক্ষ করে কুণালের বক্তব্য , ‘আমি দেখার জন্য মুখিয়ে আছি, শুভেন্দু অধিকারী কী করেন তার জন্য। শুভেন্দু কি গরুকে আলিঙ্গন করবেন? নাকি ষাঁড়কে?’ তাঁর সংযোজন, ‘হয়তো সেদিন দেখতে পাব, নরেন্দ্র মোদী থেকে দিলীপ ঘোষ সবাই গরুর দিকে ছুটে যাচ্ছেন। আর গরু হাম্বা বলে ছুটে আসছে তাঁদের দিকে।’
মিম পর্যন্ত তো ঠিক ছিল। তবে কেন হঠাৎ গরু বা ষাঁড় প্রসঙ্গ তুলে আনলেন কুণাল ঘোষ? এই প্রসঙ্গে
তৃণমূল মুখপাত্র কোনও ব্যাখ্যা না দিলেও কেউ কেউ আবার বলছেন, নবান্ন অভিযানের সময়ে যখন মহিলা কনস্টেবলরা বিরোধী দলনেতাকে আটকে দিয়েছিলেন। তারপর তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘ডোন্ট টাচ মাই বডি। আই অ্যাম মেল।’ অনেকের মতে, কুণাল হয়তো উল্লেখ না করেই সেই দিনের কথাই টেনে আনলেন।

তবে কেন্দ্র তরফে জারি করা হয়েছে এমন নির্দেশিকা? কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরুকে আলিঙ্গন করলে, মিলবে মানসিক সুখ এবং সমৃদ্ধি। প্রাণি সম্পদ বিকাশ কেন্দ্র বিবৃতিতে জানিয়েছে, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে ভারতের বৈদিক সংস্কৃতি একেবারে মুছে যেতে বসেছে। পাশ্চাত্যের চাকচিক্যের কারণে দেশের ঐতিহ্য আর সংস্কৃতিকে ভুলতে বসেছে দেশবাসী। সেই কারণেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।





Made in India