বাংলাহান্ট ডেস্ক : বাংলায় (West Bengal) শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher’s Recruitment Scam) এবার নয়া মোড়। নিউটাউনে তাঁর যে এক জোড়া বিশাল ফ্ল্যাট আছে তাতে খানা তল্লাশি চালায় ইডি (Enforcement Directorate) এবং ঘটনাক্রমে তারপরেই গ্রেপ্তার (Arrest) করা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ (Allegations) আছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এতগুলো টাকা হাতালেন তিনি?
তাঁর বিরুদ্ধে অভিযোগ যে, তিনি চাকরি প্রার্থীদের চাকরির প্রলোভন দেখিয়ে এই টাকা নিতেন। কিন্তু এই যুব নেতা একদম সম্পূর্ণ অস্বীকার করে গেছেন তাঁর বিরুদ্ধে আনা এই সমস্ত অভিযোগকে। তাঁকে যখন সংবাদ মাধ্যমের তরফে জিজ্ঞাসা করা হয় তিনি কেন এরম করলেন? তাঁর সরাসরি দাবী, যেহেতু তিনি তাপস মণ্ডলকে তাঁর ঘুষের ৫০ লক্ষ টাকা দেননি, তাই তাপস তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করেছেন আর আজ তাঁর এই অবস্থা হলো।
কয়েকদিন আগেই তাপস মণ্ডল কুন্তলের বিরুদ্ধে অভিযোগ অনেন যে, কুন্তল ঘোষই তিনি যিনি ৩২৫ জন চাকরি প্রার্থীদের চাকরির লোভ দেখিয়ে তাঁদের থেকে ১৯ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এবার সেই তাপস মণ্ডলের বিরুদ্ধেই এবার মুখ খুললেন কুন্তল। আর তাতেই স্পষ্ট হলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। সূত্রের খবর অনুযায়ী, আজই হয়তো কুন্তলকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে, তবে তার আগে তাঁর শারীরিক চিকিৎসা হবে জোকা ইএসআই হাসপাতালে। মনে করা হচ্ছে, সেখানেই জানা যাবে যে তাঁর কোনো শারীরিক অসুস্থতা আছে কীনা।

জানা গিয়েছে, ইডি তাঁর ফ্ল্যাটে প্রায় ২৪ ঘন্টা টানা তল্লাশি চালায় এবং উদ্ধার করেছে একাধিক কাগজপত্র। কুন্তলকে গ্রেপ্তার করার অন্য একটি কারণ এই যে তিনি ইডি-র আধিকারিকদের সাথে খুব খারাপ ব্যবহার করছিলেন। তবে সত্যিই কী তিনি চাকরি প্রার্থীদের থেকে ঠকিয়ে অতোগুলি টাকা আত্মসাৎ করেছেন তিনি? পুলিশ তার সত্যতা জানার জন্য তল্লাশি চালাচ্ছে।





Made in India