বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার রাত থেকে প্রবল বৃষ্টির প্রভাবে বেশ বড়সড় ধস নেমেছে সেবকের কাছে একটি রাস্তায়। শিলিগুড়ি-ডুয়ার্সের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত সকাল থেকেই। সংযোগকারী ৩১-এ জাতীয় সড়কও বন্ধ, গার্ড ওয়ালও ভেঙে গিয়েছে প্রবল ঝড় বৃষ্টির জেরে।

জানা গেছে, গত রাত থেকে তুমুল বৃষ্টির কারণে সেবক সেতুর কাছের রাস্তায় বিশাল ধস নামে আজ সকাল সাড়ে আটটা নাগাদ। যানচলাচল এখনও বন্ধ। ঘটনাস্থলে আটকে রয়েছে বহু পর্যটক এর গাড়ি। পর্যটকদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। অনেকে আবার পায়ে হেঁটেই তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।
ক্রমাগত বৃষ্টি হওয়ার কারণে প্রশাসনকে ও বেশ বেগ পেতে হচ্ছে রাস্তা পরিষ্কার কার্যে। জেসিপির সাহায্যে বড় বড় পাথর সরানো হচ্ছে রাস্তা থেকে। পুলিশ সূত্রে খবর, এখনো বেশ খানিকটা সময় লাগবে রাস্তা সাধারণ হতে। দীর্ঘক্ষন ধরে বহু গাড়ি আটকে রয়েছে সেবকের রাস্তায়, অসুবিধায় পড়েছেন প্রচুর যাত্রী। মংপং থানার পুলিস রয়েছে ঘটনাস্থলে। শুরু হয়েছে উদ্ধারের কাজ।





Made in India