বাংলাহান্ট ডেস্ক: বিদায় নিয়েছেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। কিন্তু রয়ে গিয়েছে তাঁর গাওয়া অসংখ্য গান, যা কখনো পুরনো হওয়ার নয়। সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শেষ হয়েছে এক যুগের। যাঁর কণ্ঠে ‘অ্যায় মেরে ওয়াতন কে লোগো’ শুনে চোখ জ্বলে ভিজেছিল খোদ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর, প্রজন্মের পর প্রজন্ম ধরে তিনি মুগ্ধ করেছেন তাঁর সুরেলা কণ্ঠ দিয়ে।
অনেক কম বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে এসে পড়ায় গানকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন লতা মঙ্গেশকর। সেই ছোট বয়সেই তাঁর কণ্ঠ শুনে মুগ্ধ হয়েছিলেন অনেকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সুরসম্রাজ্ঞীর সেই পুরনো দিনের একটি অদেখা ভিডিও।

সাদামাটা শাড়ি, টানটান করে বাঁধা দুটো লম্বা বিনুনি, কম বয়সে এমনি সাজে দেখা মিলত লতা মঙ্গেশকরের। কোনো রকম বাহুল্য থাকত না তাঁর সাজে। চমক দেখাত তাঁর কণ্ঠ। এই ভিডিওতেও কিংবদন্তি গায়িকাকে তেমনি সাজে দেখা গিয়েছে। তানপুরা বাজিয়ে গান গাইতে দেখা যাচ্ছে তাঁকে।
লতা মঙ্গেশকরের ফ্যানপেজের তরফে শেয়ার করা হয়েছে ভিডিওটি। সেখানে দাবি করা হয়েছে, এটি ১৯৫০ সালের একটি ভিডিও। তখন লতাজির বয়স মোটে ২১ বছর। ভিডিওর ক্যাপশনে লেখা, একটি ক্লাসিকাল অনুষ্ঠানে গান গাওয়ার ভিডিও এটি লতা মঙ্গেশকরের। শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। নেটনাগরিকরা মুগ্ধ কিংবদন্তি গায়িকার কম বয়সী এই ভিডিওটি দেখে।
https://www.instagram.com/reel/CaREgn1Bi3B/?utm_medium=copy_link
গত ৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। ছুটির দিনের সকালে ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল দুঃসংবাদটা। চোখের জলে ভেসেছিল বলিপাড়া সহ গোটা দেশ। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল কিংবদন্তির প্রতি শ্রদ্ধার্ঘে। লতা মঙ্গেশকরের বহু ভিডিও ভাইরাল হয়েছে তারপর থেকে।





Made in India